For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজব চোর নোটবুকে লিখে এলেন-'কঞ্জুষ'! , সরকারি বাংলোয় পেল না চুরির কিছুই

আজব কাণ্ড মধ্যপ্রদেশে। চোর চুরি করতে এসে খালি হাতেই বাড়ি ফিরল। রাতভর তল্লাশি চালিয়েও চুরি করার মতো কিছুই মিলল না সরকারি বাংলায়।

Google Oneindia Bengali News

আজব কাণ্ড মধ্যপ্রদেশে। চোর চুরি করতে এসে খালি হাতেই বাড়ি ফিরল। রাতভর তল্লাশি চালিয়েও চুরি করার মতো কিছুই মিলল না সরকারি বাংলায়। সারারাত বাংলোয় কাটিয়ে ভোররাতে ফেরার সময় চোরের হাত ফাঁকা। রাতভর খুঁজেও কোনও উপযু্ক্ত দ্রব্য না পেয়ে চূড়ান্ত হতাশ এই চোর।

আজব চোর, সরকারি বাংলোয় নোটবুকে লিখলেন-কঞ্জুষ

এই আজব ঘটনা ঘটে আদর্শ নাগিন নগরের একটি সরকারি বাংলোয়। সারারাত কাটিয়ে চোর চুরি করার উপযুক্ত কিছু খুঁজে পেল না। ব্যর্থ চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওই চোর একটি নোটও রেখে গিয়েছিল ওই চোর। ওই নোটে সে লিখে গিয়েছিল 'কঞ্জুষ' বাসিন্দা । সে আরও লিখেছিল, "বহুত কঞ্জূস হ্যায় রে তু, খিড়কি তোড়নে কী মেহনত ভি না মিলি, রাত খারাব হো গায়ি।

খবরে প্রকাশ, বাংলোটি সরকারি ইঞ্জিনিয়ার প্রবেশ সোনির অন্তর্ভুক্ত এবং এই নোটটি পরিচারকরা ৫ ডিসেম্বর পেয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখল আলমারিটির পোশাক ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নোটটি সোনির ডায়েরিতে লেখা ছিল, যা কফির টেবিলে রাখা ছিল। এই ঘটনাটি নিয়ে মধ্যপ্রদেশের জোর চর্চা শুরু হয়েছিল এবং এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল।

English summary
A thief was left disappointed when he had to leave a house vacant in Madhya Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X