For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একসময়ের দুর্ধর্ষ জঙ্গি আহমেদ ওয়ানি দেশের জন্য প্রাণ দিলেন কাশ্মীরে

ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানি। রবিবার সোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহিদ হয়েছেন। সোপিয়ানে জঙ্গিবিরোধী অপারেশনে গিয়ে শেষ অবধি তাঁর প্রাণ গেল।

  • |
Google Oneindia Bengali News

ল্যান্স নায়েক নাজির আহমেদ ওয়ানি। রবিবার সোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শহিদ হয়েছেন। সোপিয়ানে জঙ্গিবিরোধী অপারেশনে গিয়ে শেষ অবধি তাঁর প্রাণ গেল। এই সেনা জওয়ানের আর একটি পরিচয়ও ছিল। তিনি একসময়ে দুর্ধর্ষ জঙ্গি ছিলেন। তবে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসেন।

একসময়ের দুর্ধর্ষ জঙ্গি আহমেদ ওয়ানি দেশের জন্য প্রাণ দিলেন

পরে সেনায় যোগ দিয়ে জঙ্গি দমনে স্পেশালিস্ট হয়ে ওঠেন। ২০০৭ সালে সেনার মেডেল পান তিনি। সাহসিকতার জন্য পুরস্কৃতও হন। এবছরও তাঁকে পুরস্কৃত করা হয়। কুলগাম তেহশিলের চেকি আশমুজি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

দক্ষিণ কাশ্মীরের এই এলাকা জঙ্গি অধ্যুষিত। সেখান থেকেই একসময়ে জঙ্গি দলে নাম লেখান আহমেদ ওয়ানি। শহিদ ওয়ানি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন।

২০০৪ সালে জঙ্গিদল ছেড়ে সেনার ১৬২ নম্বর ব্যাটেলিয়নে নাম লেখান ওয়ানি। সোমবার তাকে ২১টি গান স্যালুটে সেনা বিদায় জানিয়েছে।

রবিবার গুলির লড়াইয়ে আহত হওয়ার পরে প্রাথমিক শুশ্রুষার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি প্রয়াত হন। দেশের জন্য যেভাবে কাজ করেছেন ওয়ানি তাতে সেনার তরফে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে।

English summary
A terrorist who became a decorated Armyman dies fighting for country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X