পাক গুপ্তচর ভারতীয় সেনা ইউনিটে! ব্রহ্মসের তথ্য পাচারের অভিযোগে জালে কর্মী
আইএসআই চর সন্দেহে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম নিশান্ত আগরওয়াল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতের হাতে থাকা অত্যাধুনিক মিসাইল সম্পর্কিত তথ্য পাকিস্তানে পাচার করেছেন তিনি। ভারতীয় সেনার ব্রহ্মস মিসাইল ইউনিটে কর্মরত এক কর্মীর বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-যোগে চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে।

নিশান্ত দীর্ঘদিন ভারতীয় সেনার ব্রহ্মস মিসাইল ইউনিটে কাজ করছেন। তিনি বহু কিছু জানেন ভারতীয় সেনা সংক্রান্ত। সেই সমস্ত তথ্য যদি পাকিস্তানের কাছে পৌঁছয়, তা দেশের সুরক্ষার পক্ষে ক্ষতিকারক হবে। এক্ষেত্রে তেমনটাই হয়েছে বলে অভিযোগ। ভারতীয় সেনার মিসাইল ইউনিটের কর্মীর এই আএসআই-যোগ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে দেশের সুরক্ষা ব্যবস্থাকে।
উত্তরপ্রদেশ পুলিশ দীর্ঘদিন ধরেই নিশান্তকে সন্দেহের তালিকায় রেখেছিল। কিন্তু গ্রেফতার করতে পারছিল না যথোপযুক্ত তথ্য প্রমাণ অভাবে। সেই কারণেই তাঁকে চোখে চোখে রাখা হচ্ছিল। উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাসদমন শাখার হাতে তথ্যপ্রমাণ আসতেই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হল।
সন্ত্রাসদমন শাখা মনে করছে, তাঁর হাত দিয়ে বহু গুরুত্বপূর্ণ নথি পাচার হয়েছে পাকিস্তানের হাতে। তবে কী কী নথি প্রকাশ হয়েছে, তা নিয়ে এখন স্পষ্ট ধারণা পায়নি পুলিশ। ধৃত নিশান্তকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালানো হচ্ছে। তার পাশাপাশি একটা প্রশ্ন উঠে পড়ছে, মিসাইল ইউনিটের মতো দেশের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ জায়গায় কী করে আইএসআই চরের প্রবেশ ঘটল।
প্রসঙ্গত উল্লেখ্য, ব্রহ্মস এমন এক মিসাইল, যা প্রায় ৩০০ কিলোমিটার দূরেও নিশানায় অব্যর্থ থাকে। নির্ভুলভাবে আঘাত হানতে পারে শত্রু শিবিরে। ভারতের কাছে এমন এক যুদ্ধাস্ত্র রয়েছে। সেই যুদ্ধাস্ত্রের তথ্য চুরি মানে ভারতের প্রতিরক্ষায় আঘাত।