For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়বে জনসংখ্যা, আগামী আড়াই দশকে অসহনীয় হয়ে উঠবে কলকাতা দিল্লির মতো মেগাসিটি

Array

Google Oneindia Bengali News

১০ বিলিয়ন মানুষ আগামী কিছু বছরের মধ্যে শহরাঞ্চলে মাথা গোঁজার জন্য চলে আসবে। আর আর ফলে বিশ্বের অন্তত ১৪টি শহর পড়বে মহাবিপদে। এই শতকের মাঝেই ঘটতে পারে এই ঘটনা। অন্তত ১৪টি মেগাসিটিতে মানুষ উঠে আসার চেষ্টা করবে। যার ফল হবে মারাত্মক।

কোথায় হবে সমস্যা?

কোথায় হবে সমস্যা?


খাবার থেকে শুরু করে , জল , নিরাপত্তা ব্যবস্থা সবকিছুতেই আসতে পারে ব্যাপক সমস্যা। অপরাধের পরিমান বেড়ে যাবে ব্যাপক ভাবে। পরিবেশের উপর বড় প্রভাব ফেলবে। খরা থেকে বন্যা তাতেও ব্যাপক সমস্যা হবে।২০৫০ সালের মধ্যে ওই শহরগুলির জনসংখ্যা ১০ মিলিয়ন হয়ে যাবে। যার ফলে এই সমস্যাগুলি বিপুল আকারে ধরা দেবে।

সাহারা অঞ্চলে সমস্যা

সাহারা অঞ্চলে সমস্যা

সবথেকে দ্রুত বেড়ে উঠছে সাহারা সংলগ্ন অঞ্চল। আগামী তিন দশকে সেখানে বসবাস করবে নতুন ২.১ বিলিয়ন মানুষ। এই অঞ্চলে পাঁচটি এমন বিপজ্জনক শহর রয়েছে যেখানে জনসংখ্যা দ্রুত বেড়ে যাবে। এর মধ্যে রয়েছে কিনসাসা, কঙ্গো, নাইরোবি, ল্যাগোস,নাইজেরিয়া। এগুলির মেট্রো সিটিতে বাড়বে ৮০ শতাংশ জনসংখ্যা।

দক্ষিণ এশিয়ার সমস্যা

দক্ষিণ এশিয়ার সমস্যা


দক্ষিণ এশিয়াতে এই সময়েই যে মেগাসিটি রয়েছে সেখানে ৫০ শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। এই শহরগুলির মধ্যে আটটি শহরের অবস্থা সবথেকে খারাপ হবে বলে মনে করা হচ্ছে। এই আটটি শহরের মধ্যে রয়েছে ঢাকা, বাংলাদেশ, লাহোর, কলকাতা, দিল্লি।

বিশেষজ্ঞরা বলছেন যে, এই শহরগুলির মানুষের আয় কম। এখানে শান্তিও কম। মানে এই শহরগুলির সময়ের সঙ্গে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তাকে সামাল দেওয়ার মতো আয় নেই। এই অর্থনৈতিক অবস্থা ওই শহরের পরিকাঠামোকে ভাংতে তরান্বিত করবে। বাড়িয়ে দেবে অপরাধের পরিমান।

মেগাসিটি

মেগাসিটি

মেগাসিটি বলতে সাধারণত সেসব মহানগর এলাকাকে বোঝানো হয় যাদের জনসংখ্যা ১ কোটি বা তার অধিক। কোনও কোনও ক্ষেত্রে জনসংখ্যার ঘনত্বও (প্রতি বর্গ কিলোমিটারে ন্যূনতম ২০০০ জন) বিবেচনা করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে একাধিক মহানগর এলাকার সমন্বয়ে একটি অতিমহানগরী গঠিত হয়ে থাকে। ২ কোটির বেশি জনসংখ্যাবিশিষ্ট মহানগরীকে অনেক সময় মেটাসিটি বলে।


২০১৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত বিশ্ব পৌরায়ন সম্ভাবনা : ২০১৮ সালের সংশোধন নামক প্রতিবেদন অনুযায়ী ২০১৮ খ্রিস্টাব্দ শেষে বিশ্বে এমন শহরের সংখ্যা ছিল ৩৩। এগুলির বেশিরভাগই চীন এবং এশিয়ার অন্যান্য দেশে অবস্থিত। ২০১৮ সালে বিশ্বের বৃহত্তম তিনটি অতিমহানগরী ছিল জাপানের টোকিও (৩ কোটি ৭৪ লক্ষ অধিবাসী), ভারতের দিল্লি (২ কোটি ৮৫ লক্ষ অধিবাসী) এবং চীনের সাংহাই (২ কোটি ৫৫ লক্ষ জন অধিবাসী)। বাংলাভাষী অঞ্চলে ২টি মেগাসিটি রয়েছে; এগুলি হল বিশ্বের ৯ম বৃহত্তম মেগাসিটি ঢাকা (১ কোটি ৯৫ লক্ষ অধিবাসী) এবং ষোড়শ (১৬শ) বৃহত্তম মেগাসিটি কলকাতা।

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেওয়া নামিবিয়াটি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেওয়া নামিবিয়া

English summary
megacities problem will be bigger in next 25 year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X