For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর হাতে সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচন, নেপথ্যে বইছে ক্ষোভ ও আতঙ্কের চোরাস্রোত

নর্মদার পাড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বসানো নিয়ে প্রথম জোর বিতর্ক হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে যেখানে জলের সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়েছে, সেখানে নর্মদার পাড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি বসানো নিয়ে প্রথম জোর বিতর্ক হয়েছে। এবং এখনও হয়েই চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আর একটি ইস্যু। যাতে রাজনীতির রং লেগেছে। গত মাসে গুজরাতে নাবালিকার যৌন হেনস্থার ঘটনায় সেরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের উপরে আক্রোশ গিয়ে পড়েছে।

মোদীর হাতে সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচন, নেপথ্যে বইছে ক্ষোভ ও আতঙ্কের চোরাস্রোত

যার জেরে দলে দলে শ্রমিক গুজরাত ছেড়ে পালিয়ে গিয়েছেন। এদের অনেকেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির জন্য কাজ করছিলেন। সবমিলিয়ে মোট ৪৫০০ জন শ্রমিক ঐক্যের প্রতীক মূর্তি তৈরির কাজে লিপ্ত ছিলেন।

গুজরাতে গোলমাল শুরু হলে কর্মরত সংস্থা তাদের শ্রমিকদের সুরক্ষিত রাখতে সমর্থ হয়েছেন। তবে সেই ভালো ভাগ্য গুজরাতের অন্য প্রান্তে কাজ করা বিহার বা উত্তরপ্রদেশের হয়নি। তাদের ভয়ে গুজরাত ছাড়তে বাধ্য করা হয়েছে।

বুধবার বিশ্বের সবচেয়ে বড় এই মূর্তি যার উচ্চতা ১৮২ মিটার তা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার মধ্যেই আতঙ্কের চোরাস্রোত বইছে। কোনও কোনও মহল থেকে ভূমিপুত্রদের উসকে দেওয়া হচ্ছে। বাইরের লোকেরা স্থানীয়দের কাজ ছিনিয়ে তাদের বেকার করে দিচ্ছেন, এমন অভিযোগও বাতাসে ছড়ানো হয়েছে। ফলে সবমিলিয়ে আতঙ্ক যেন গ্রাস করেছে।

পাশাপাশি অন্য অসন্তোষও রয়েছে। নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি তৈরিতে বেশিরভাগ বিনিয়োগই বেসরকারি ছিল। আর এখানে ২৯০০ কোটি টাকা খরচ হচ্ছে যার বেশিরভাগটাই সরকারি টাকা, অর্থাৎ জনগণের টাকা। এদিকে পিছিয়ে পড়া শ্রেণির একাংশ এটা ভেবে ক্ষুব্ধ যে এত বিশাল অঙ্কের টাকার সামান্যটুকুও সরকার তাদের পিছনে খরচের কথা ভাবেনি।

[আরও পড়ুন: 'ঐক্যের মূর্তি' উদ্বোধনে 'একতা এক্সপ্রেসে' যাত্রা, 'স্ট্যাচু অফ লিবার্টি'কে চ্যালেঞ্জ মোদীর ][আরও পড়ুন: 'ঐক্যের মূর্তি' উদ্বোধনে 'একতা এক্সপ্রেসে' যাত্রা, 'স্ট্যাচু অফ লিবার্টি'কে চ্যালেঞ্জ মোদীর ]

বিজয় রূপানির সরকার বিলক্ষণ এই বিষয়ে খবর রাখছে। অসন্তোষ যে জমেছে তা সামনে না মানলেও পাল্টা ঐক্য তৈরিতে প্যাটেলের অবদানের কথা মনে করিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। একইসঙ্গে জনতাকে শান্তি বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।

English summary
A Statue of Unity of Sardar Patel in a Gujarat and a tale of tension and fear among countrymen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X