For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসির বলি ষাটোর্ধ মহিলা, নিজ ভূমে পরবাসী হওয়ার গুজবে মরণঝাঁপ কুয়োয়

অসমের চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশিত হয়েছে শনিবার। সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় ১৯ লক্ষ মানুষ। আর চূড়ান্ত নাগরিক তালিকার বাদ পড়ার গুজবেই প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা।

  • |
Google Oneindia Bengali News

অসমের চূড়ান্ত নাগরিক পঞ্জি প্রকাশিত হয়েছে শনিবার। সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় ১৯ লক্ষ মানুষ। আর চূড়ান্ত নাগরিক তালিকার বাদ পড়ার গুজবেই প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। তালিকায় তাঁর ও তাঁর পরিবারের কারও নাম নেই শুনে কুয়োয় ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দিয়েছেন এক ষাটোর্ধ্ব মহিলা।

এনআরসির বলি, নিজ ভূমে পরবাসী হওয়ার গুজবে মরণঝাঁপ কুয়োয়

অসমের নাগরিক পঞ্জি প্রকাশ হতেই নিজভূমে পরবাসী হওয়ার আতঙ্ক গ্রাস করেছে অনেকের মধ্যে। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, যাঁরা বাদ পড়বেন, তাঁরাও সুযোগ পাবেন, সরকার তাঁদের পাশে রয়েছে। তবু আশা-আশঙ্কার দোলাচলে তাঁরা প্রমাদ গুণছেন। আতঙ্ক গ্রাস করেছে অনেকই মনে এতদিন পর এ ভূমে বাস করে এবার না দেশহারা হতে হয়।

এরই মধ্যে তাঁর নাম তালিকায় নেই শুনে উত্তর আসামের শোনিতপুর জেলার ষাটোর্ধ্ব মহিলা সায়েরা বেগম কুয়োয় ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। অসম পুলিশের এক আধিকারিক মুকেশ আগরওয়াল বলেন, সায়েরা বেগমকে কুয়ো থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার এক ঘন্টা পরে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। সেই তালিকায় দেখা যায়, সায়েরা বেগম ও তাঁর স্বামী ও পুত্রের নামও বাদ যায়নি চূড়ান্ত তালিকা থেকে। অসম পুলিশ অযথা গুজবে কান না দেওয়ার আহ্বান জানায়।

English summary
A sixty years old woman is died due to rumor of cancelation name in NRC of Assam. National Register of Citizens or NRC is published in Assam on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X