For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার আইন বৈধ, সুপ্রিম কোর্টের রায় ফের চ্যালেঞ্জের মুখে, দাখিল রিভিউ পিটিশন

এর আগে আধার প্রকল্প সাংবিধানিকভাবে বৈধ বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল হল।

  • |
Google Oneindia Bengali News

এর আগে আধার প্রকল্প সাংবিধানিকভাবে বৈধ বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল হল। সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, আধার নিয়ে ওই সুপ্রিম রায় আবার পর্যালোচনা করা হোক। জনৈক ইমতিয়াজ আলি পালসিনিয়া এই আবেদন করেন। তিলি রিভিউ পিটিশনে বলেন, আধার রায় ফের খতিয়ে দেখা হোক।

আধার আইন বৈধ, সুপ্রিম কোর্টের রায় ফের চ্যালেঞ্জের মুখে

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট যখন আধার বিষয়ক রায়দান করেছিল, তখনই তিনি অন্তর্বর্তী আবেদন পেশ করেছিলেন। তারপরও আধার সাংবিধানিক বৈধভাবে রায় দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং বলেন, গত ২৬ সেপ্টেম্বর পাঁচ বিচারপতি খতিয়ে দেখে যে রায় দিয়েছিল যে, আধারে আইনে এমন কিছু নেই যে কোন ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করে।

এই মর্মে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধেই এই রিভউ পিটিশন। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চও জানিয়েছিল, লোকসভায় অর্থবিল হিসেবে অনুমোদনও বৈধ। অর্থাৎ অধিকার লঙ্ঘনের ভিত্তিতে এই আইনে কোনও অবৈধতা নেই। তবে ফের এদিনের রিভিউ পিটিশনে আধার নিয়ে সুপ্রিম যুদ্ধ শুরুর অপেক্ষা।

English summary
A review petition of Aadhaar is filed in the Supreme Court to reexamine the verdict. The verdict was held as Aadhaar scheme was constitutionally valid.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X