For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলছে দেদার কালোবাজারি, রেমডিসিভিরের জন্য স্বাস্থ্য আধিকারিকের পায়ে পড়লেন করোনা আক্রান্তের আত্মীয়

চলছে দেদার কালোবাজারি, রেমডিসিভিরের জন্য স্বাস্থ্য আধিকারিকের পায়ে পড়লেন করোনা আক্রান্তের আত্মীয়

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে গোটা দেশেই চরমে উঠেছে অক্সিজেন-বেডের সঙ্কট। সেই সঙ্গে মিলছে না করোনার একাধিক জীবনদায়ী ওষুধও। এদিকে সঙ্কটের সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যবসায়ীই বর্তমানে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন ওষুধের দেদার কালোবাজারি করছেন বলে অভিযোগ। যার জেরে আর বাড়ছে উদ্বেগ। এমতাবস্থায় এবার এক করুণ দৃশ্য দেখা গেল নয়ডায়। রেমডিসিভিরের দাবিতে চিফ মেডিক্যাল অফিসারের পায়ে পড়লেন করোনা আক্রান্তদের পরিবারের সদস্যরা।

চলছে দেদার কালোবাজারি, রেমডিসিভিরের জন্য স্বাস্থ্য আধিকারিকের পায়ে পড়লেন করোনা আক্রান্তের আত্মীয়

কোভিড আবহে যেমন অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ, তেমনি ওষুধের আকালও চোখে পড়ছে দেশ জুড়ে। ইতিমধ্যেই নয়ডার এই ছবি ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। যাতে দেখা যাচ্ছে, রেমডিসিভিরের দাবিতে চিফ মেডিক্যাল অফিসার দীপক ওহরির পায়ে পড়ছেন করোনা আক্রান্তদের পরিবারের সদস্যরা। এদিকে স্বাস্থ্য পরিকাঠামোর চূড়ান্ত অব্যবস্থার জন্য কেন্দ্র সরকারকেই কাঠগড়ায় তুলছেন সাধারণ মানুষের একটা বড় অংশ।

লাগামছাড়া করোনা সংক্রমণের জের, যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের ভারত ছাড়তে বলল আমেরিকা লাগামছাড়া করোনা সংক্রমণের জের, যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের ভারত ছাড়তে বলল আমেরিকা

এদিকে দিন যত গড়াচ্ছে উত্তরপ্রদেশে ততই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। যদিও গত ২৪ ঘণ্টায় বেশ খানিকটা কমেছে সংক্রমণের ধার। আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লক্ষ গণ্ডি। সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ ৯ হাজারের গণ্ডি। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৬৫ জন। মোট মৃতের ১২ হাজার ২৩৮ জন। সব থেকে খারাপ অবস্থা লখনৌয়ের।

English summary
Black market continues, relatives of Corona victim fall at the feet of health officer for remedicvir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X