For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রূপান্তরকামী মহিলার সঙ্গে প্রেম করছেন স্বামী, জানার পরে ঘটা করে বিয়ের আয়োজন স্ত্রীর

রূপান্তরকামী মহিলার সঙ্গে প্রেম করছেন স্বামী, জানার পরে ঘটা করে বিয়ের আয়োজন স্ত্রীর

Google Oneindia Bengali News

প্রেমে পড়েছিলেন রূপান্তরকামী মহিলার। কিন্তু বাড়িতে স্ত্রী রয়েছে। একটি শিশু সন্তানও রয়েছে। কোনও সিদ্ধান্ত নিতে পারছিলেন না যুবক। কিন্তু ঘটনাটি জানার পরেই এগিয়ে আসেন স্ত্রী। তিনি যে শুধু রূপান্তরকামী ওই মহিলার সঙ্গে নিজের স্বামীর বিয়ের অনুমতি দিয়েছেন তা নয়, স্বামীর নতুন স্ত্রীর সঙ্গে এক বাড়িতে থাকতে সম্মতি জানিয়েছেন। এই অদ্ভুত ঘটনাটি ওড়িশার কালাহান্ডি জেলায় ঘটেছে।

রূপান্তরকামী মহিলার সঙ্গে প্রেম

রূপান্তরকামী মহিলার সঙ্গে প্রেম

ওড়িশার কালাহান্ডি জেলার ৩২ বছরের এক যুবক গত বছর রায়গাদা জেলার আম্বাডোলায় এই রূপান্তরকামী মহিলাটিকে দেখেছিলেন। সেই সময় এই মহিলা রাস্তায় ভিক্ষা করছিল। রূপান্তরকামী এই মহিলাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান যুবক। নিজের বাড়িতে ফিরে আসায় সময় ওই ট্রান্স মহিলাকে নিজের নম্বর দিয়ে আসেন। তারপর থেকেই দুই জনের মধ্যে কথা শুরু হয়। ধীরে ধীরে প্রণয় গভীর হতে থাকে।

স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে

স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে

৩২ বছরের ওই যুবকের একটি দুই বছরের শিশু সন্তান রয়েছে। জানা যায় এক মাস আগে যুবকের স্ত্রী কোনও মহিলার সঙ্গে স্বামীর প্রণয়ের সম্পর্ক টের পান। তারপরেই যুবক তাঁর স্ত্রীকে সমস্ত ঘটনা বলে। যুবকের স্ত্রী সমস্তটা শোনার পর তাঁকে ট্রান্স মহিলাকে বিয়ের অনুমতি দেন। এরপরেই ওড়িশার কালাহান্ডি জেলার নারলার একটি মন্দিরে দ্বিতীয় বিবাহ করেন। দুই স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ওই যুবক এক বাড়িতে থাকছেন বলে জানা গিয়েছে।

দ্বিতীয় বিয়ে অবৈধ

দ্বিতীয় বিয়ে অবৈধ

ওড়িশার ওই যুবকের দ্বিতীয় বিয়ে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুবকের প্রথম স্ত্রী যখন বর্তমান, দ্বিতীয় বিবাহ কীভাবে হতে পারে। এই প্রসঙ্গে ওড়িশা হাইকোর্টের প্রবীণ আইনজীবী শ্রীনিবাস মোহান্তি জানিয়েছেন, রূপান্তরকামী মহিলা হোক বা মহিলা হিন্দু পরিবারে ভারতীয় আইন অনুযায়ী এই বিয়ৈক কোনও বৈধতা নেই। তিনি বলেন, যদিও দ্বিতীয় বিয়ে হয়ে থাকে সংবিধান অনুযায়ী তা বাতিল হয়ে যাবে। পাশাপাশি তিনি মন্তব্য করেছেন, প্রথম স্ত্রীর বর্তমানে দ্বিতীয় বিয়ে শাস্তিযোগ্য অপরাধ।

আইন উড়িয়ে আত্মসুখে নবদম্পতি

আইন উড়িয়ে আত্মসুখে নবদম্পতি

স্থানীয় ট্রান্সজেন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি কামিনি জানিয়েছেন, বিয়ের পর আমরা থানায় গিয়েছিল। আমরা এই বিয়ের কথা জানিয়েছিলাম। কিন্তু স্থানীয় থানার আধিকারিকরা জানিয়েছেন, এই বিষয়ে তাঁদের কিছু করার নেই। কামিনী দেবীই এই বিয়ের সমস্ত আয়োজন করেছিলেন। অন্যদিকে, নারলা থানার ইনচার্ড ইন্সপেক্টর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই জাতীয় কোনও অভিযোগ দায়ের হলে তাঁরা উপযুক্ত ব্যবস্থা নেবেন।
আইন নিয়ে মাথা ব্যথা নেই নব দম্পতির। নাম প্রকাশে অনিচ্ছুক নব দম্পতি জানিয়েছেন, ভালোবাসার মানুষকে কাছে পেয়ে তাঁরা আনন্দিত। যুবকের স্ত্রীর এই বিষয়ে কোনও সমস্যা নেই। তাঁরা এক সঙ্গে থাকবেন। এই মুহূর্তে তাঁরা আইন নিয়ে ভাবতে চাইছেন না।

৪০০০ ফুট উচ্চতার প্রবাল প্রাচীর ছিল অস্ট্রেলিয়ার মরুভূমিতে! বিজ্ঞানীদের নয়া আবিষ্কারে চাঞ্চল্য৪০০০ ফুট উচ্চতার প্রবাল প্রাচীর ছিল অস্ট্রেলিয়ার মরুভূমিতে! বিজ্ঞানীদের নয়া আবিষ্কারে চাঞ্চল্য

English summary
A Odisha man marries transwoman with consent of his wife
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X