For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কেরলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ১১ জেলায় জারি লাল সতর্কতা

ফের নতুন করে কেরলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশ কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কেরল সরকারকে তাঁদের ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য করেছন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে আরও ৫০০ কোটি টাকা কেরল সরকারকে বন্যা দুর্গতদের সাহায্যার্থে দেওয়ার ঘোষণা করেছেন। তবে এসবের মধ্যেই ফের নতুন করে কেরলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কেরলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ফের ১১ জেলায় জারি সতর্কতা

কেন্দ্রীয় মৌসম বিভাগ জানিয়েছে, ১১টি জেলায় নতুন করে লাল সতর্কতা জারি হয়েছে। মোট ১৪টি জেলার মধ্যে বাকী তিন জেলা তিরুবনন্তপুরম, কোল্লাম এ কাসারগোড়ে আলাদা করে সতর্কতা জারি করা হয়নি।

শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজে আবহাওয়ার পূর্বাভাসের কথা ঘোষণা করে রাজ্যবাসীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। এখনও পর্যন্ত ৩২৪জন মানুষ বন্যায় নানা দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কয়েক হাজার মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দুর্গত মানুষদের উদ্ধারের কাজ চলছে একনাগাড়ে।

গত একশো বছরে কেরলে এমন বন্যা হয়নি। এখনও পর্যন্ত ৪২ কোম্পানি নৌসেনা বাহিনী, ১৬ কোম্পানি সেনার দল, ২৮ কোম্পানি উপকূলবর্তী বাহিনী, ৩৯ কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কেরলে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। এর পাশাপাশি ৩০০টি বোট ও ৩০টি সেনা হেলিকপ্টারের সাহায্য ত্রাণ পৌঁছে দেওয়া ও উদ্ধারকার্য চলছে।

English summary
A new red alert was issued for today in 11 districts of Kerala as heavy rainfall was predicted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X