For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে বাড়ছে করোনার গ্রাফ, বহিরাগত যাত্রীদের জন্য কি কি বিধি জারি করল রাজ্যগুলি দেখে নিন

দেশে বাড়ছে করোনার গ্রাফ, বহিরাগত যাত্রীদের জন্য কি কি বিধি জারি করল রাজ্যগুলি দেখে নিন

  • By Autri
  • |
Google Oneindia Bengali News

দেশের যে পাঁচটি রাজ্যে কোভিড–১৯ কেস বৃদ্ধি পেয়েছে, সেই সব রাজ্য থেকে দিল্লিতে আসার সময় যাত্রীদের নেগেটিভ করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট নিয়ে আসা বাধ্যতামূলক। এই বিধি ২৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকেই কার্যকর হবে।

নির্দেশে বলা হয়েছে, মহারাষ্ট্র, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের যাত্রীদের শুক্রবার ২৬ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে প্রবেশ করার সময় করোনা ভাইরাসের নেগেটিভ রিপোর্ট বহন করা বাধ্যতামূলক। এই নির্দেশ আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে বলে মনে করা হচ্ছে। মহারাষ্ট্র, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সহ বেশ কিছু রাজ্য বাইরের রাজ্য থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কোভিড–১৯ টেস্ট রিপোর্ট বহন বাধ্যতামূলক করে দিয়েছে। তা কারণ দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আন্তঃরাষ্ট্র ভ্রমণেও নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দিল্লির পাশাপাশি মহারাষ্ট্র, কর্নাটক, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডে পর্যটকদের জন্য আরটি–পিসিআর টেস্ট বাধ্যতামূলক, বিশেষ করে বিমান যাত্রীদের ক্ষেত্রে।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

গুজরাত, দিল্লি-এনসিআর, গোয়া, রাজস্থান ও কেরল থেকে যে সব যাত্রী মহারাষ্ট্রে আসবেন তাঁদের ক্ষেত্রে নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট বহন করা বাধ্যতামূলক। এই নির্দেশ ট্রেন বা বিমান সব ধরনের যাত্রীদের জন্যই প্রযোজ্য। বিমান যাত্রীদের ক্ষেত্রে বিমানে চড়ার ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট রিপোর্টের প্রয়োজন এবং রেলযাত্রীদের জন্য ট্রেনে ওঠার ৯৬ ঘণ্টার আগের রিপোর্টকে মান্যতা দেওয়া হবে। যে সব বিমান যাত্রীর কাছে রিপোর্ট থাকবে না তাঁদের বিমানবন্দরে স্ক্রিনিং করানো হবে এবং যদি উপসর্গ পাওয়া যায় তবে অ্যান্টিজেন টেস্ট করাতে হবে যাত্রীকে।

কর্নাটক

কর্নাটক

মহারাষ্ট্র বা কেরল থেকে আসা যাত্রীদের নেগেটিভ কোভিড-১৯ টেস্ট রিপোর্ট বহন করা বাধ্যতামূলক। ট্রেন, বিমান এমনকী ব্যক্তিগত গাড়ি করে আসা যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। বিমান যাত্রীদের ক্ষেত্রে বিমানে চড়ার ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট রিপোর্টের প্রয়োজন এবং রেলযাত্রীদের জন্য ট্রেনে ওঠার ৯৬ ঘণ্টার আগের রিপোর্টকে মান্যতা দেওয়া হবে। বাসের ক্ষেত্রে কনডাক্টরকে করোনা রিপোর্ট পরীক্ষা করে তবেই যাত্রীদের বাসে চড়তে দেওয়া হবে।

 উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড

মহারাষ্ট্র, গুজরাত, কেরল, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় থেকে উত্তরাখণ্ডে আআ সকল যাত্রীদের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট বহন করা বাধ্যতামূলক। এছাড়াও যাত্রীদের বিমানবন্দর, রেল স্টেশন ও বাসস্টপে করোনা টেস্ট করা হবে। দিল্লি থেকে আসা সব যাত্রীদের বিনামূল্যে করোনা ভাইরাসের টেস্ট করাবে সরকার। যদি কোনও যাত্রীর করোনা পজিটিভ আসে তবে তাঁকে কোয়ারেন্টাইন কেন্দ্রে পাঠানো হবে।

হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ

রাজ্যের সব জেলায় যাত্রীদের জন্য নেগেটিভ আরটি-পিসিআর টেস্টের প্রয়োজন না থাকলেও একমাত্র লাহুল ও স্পিতি জেলায় এই রিপোর্টের প্রয়োজন রয়েছে যাত্রীদের। ক্যাব বা ব্যক্তিগত গাড়িতে আসা যাত্রীদের ক্ষেত্রে ৭২ থেকে ৯৬ ঘণ্টার করোনা রিপোর্ট প্রয়োজন রাজ্যে প্রবেশের জন্য।

 জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর

নেগেটিভ আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট না দেখানো পর্যন্ত সমস্ত রাজ্য থেকে আসা যাত্রীরা শ্রীনগর বিমানবন্দর ছাড়তে পারবেন না। যাঁদের পজিটিভ রিপোর্ট আসবে তাঁদের আইসোলেশনে পাঠানো হবে।

মণিপুর

মণিপুর

উত্তরপূর্ব রাজ্যগুলি মহারাষ্ট্র ও কেরল থেকে আসা যাত্রীদের জন্য কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক করেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে বিমান বা ট্রেনে করে আ,আ যাত্রীদের জন্য এই নিয়ম প্রযোজ্য।

আসাম

আসাম

আসামে ভ্রমণকারী সমস্ত যাত্রী, তাঁদের যাতায়াতের পদ্ধতি নির্বিশেষে, তাদের রাজ্যে পৌঁছানোর পরে একটি সোয়াব বা অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে।

 মেঘালয়

মেঘালয়

রাজ্যে ভ্রমণকারীদের হয় একটি নেগেটিভ আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে (প্রবেশের ৭২ ঘন্টা আগের) বা বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে।

 মিজোরাম

মিজোরাম

মিজোরামে আসা যাত্রীদের ক্ষেত্রেও নেগেটিভ করোনা টেস্ট বাধ্যতামূলক। যদি তা না হয় তবে প্রবেশের মুখে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে।

ওড়িশা

ওড়িশা

৫৫ বছর বয়সী সমস্ত যাত্রীদের রাজ্যে প্রবেশের জন্য র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট প্রয়োজন।

 ত্রিপুরা

ত্রিপুরা

রাজ্যে প্রবেশের পর সব যাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক (‌বিনামূল্য)‌।

লাদাখ

লাদাখ

লাদাখে আগত সকল যাত্রীদের প্রবেশের সময় নেগেটিভ কোভিড-১৯ রিপোর্ট (প্রবেশের ৭২ ঘন্টা আগে ) প্রয়োজন।

একুশের ব্রিগেড সমাবেশে আসছেন তেজস্বী যাদব! এবার সুর চড়াবেন মমতার বিরুদ্ধে একুশের ব্রিগেড সমাবেশে আসছেন তেজস্বী যাদব! এবার সুর চড়াবেন মমতার বিরুদ্ধে

English summary
a negative rt pcr test is now mandatory for all passengers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X