প্রাকৃতিক দুর্যোগের কবলে তাজমহল! ভেঙে পড়ল এই অংশ
প্রাকৃতিক দুর্যোগের কবলে তাজমহল। বুধবার শেষ রাতে আগ্রায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়। প্রবেশ পথে থাকা ১২ ফুটের ধাতুর তৈরি পিলার, দ্বারওয়াজা-ই-রাউজা ভেঙে পড়ে। জানা গিয়েছে সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিমি। পিলারটি ভেঙে পড়ায় স্তম্ভ এবং তার ওপরের গম্বুজটি কয়েক টুকরো হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে তাজমহল। কিন্তু ওয়াকফ বোর্ড সুপ্রিম কোর্টে তাজমহলকে তাদের সম্পত্তি বলে দাবি করেছে। বুধবার সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে তাদের কাছে থাকা তাজমহল সংক্রান্ত নথি জমা দিতে বলেছে। সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি, মোঘল সম্রাট শাহজাহান তাদেরকে তাজমহল দান করে গিয়েছিলেন।
তাজমহলকে রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৭ দশকের পুরনো এই স্মৃতি শৌধতে তিন ঘণ্টার বেশি কোনও দর্শণার্থী থাকতে পারবেন না।
#heavyrain causes pillar inside #TajMahal premises to collapse, no casualties reported
— ANI Digital (@ani_digital) April 11, 2018
Read @ANI Story | https://t.co/lvHKZBH317 pic.twitter.com/hn0rjVHHBP