For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোপিয়ানে সেনার গুলিতে মৃত ১ জঙ্গি, মৃত ৩ সহযোগীও

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের পাহনু এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ১ জঙ্গি-সহ চারজনের। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন জঙ্গি, বাকি তিনজন সহযোগী।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের পাহনু এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ১ জঙ্গি-সহ চারজনের। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন জঙ্গি, বাকি তিনজন সহযোগী। মৃত জঙ্গিকে শাহিদ দার বলে সনাক্ত করেছে পুলিশ।

সোপিয়ানে সেনার গুলিতে মৃত ১ জঙ্গি, মৃত ৩ সহযোগীও

সেনাবাহিনীর মুখপত্র জানিয়েছেন, পাহনুতে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের টহলদারি গাড়ির ওপর হামলা চালায় জঙ্গিরা। শ্রীনগর থেকে প্রায় ৫২ কিমি দূরে এই এলাকায় রাত আটটা নাগাদ একটি গাড়ি থেকে এই হামলার ঘটনা ঘটে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গুলিতে এক জঙ্গি ও তার তিন সহযোগীর মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে সেনার তরফে। মৃত জঙ্গির কাছ থেকে একটি একে রাইফেলও উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, চার জনের মধ্যে তিনজন সাধারণ নাগরিক। তাদের সঙ্গে জঙ্গিদের কোনও সম্পর্ক নেই। মৃত তিন জনকে সুহেল ওয়াগে, শাহিদ খান এবং শাহনাওয়াজ ওয়াগে বলে সনাক্ত করা হয়েছে।

এর আগে ২৭ জানুয়ারি সেনার গুলিতে ৩ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠায় গুলি চালিয়েছিল সেনাবাহিনী। এই ঘটনার পরেই জম্মু-কাশ্মীরের সরকারের নির্দেশে সেনার বিরুদ্ধে এফআইআর করে জম্মু-কাশ্মীর পুলিশ। মেজর আদিত্য কুমার-সহ তার ইউনিটের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল। যদিও এরই মধ্যে সুপ্রিম কোর্ট মেজর আদিত্য কুমারের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে।

সেনার বিরুদ্ধে এফআইআর করা নিয়ে সরকারে থাকা পিডিপি এবং বিজেপির মধ্যে বিভাজন তৈরি হয়।

English summary
A militant and three over ground workers are killed in a gunfight in South Kashmir's Shopian
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X