For Quick Alerts
For Daily Alerts
আরব সাগরের বুকে মিগ ট্রেনার যুদ্ধবিমান দুর্ঘটনাগ্রস্ত! নিখোঁজ ১ পাইলট
ফের বড়সড় দুর্ঘটনার শিকার মিগ যুদ্ধবিমান। আরব সাগরের বুকে গতকাল অর্থাৎ ২৬ নভেম্বর আচমকাই ভেঙে পড়ে মিগের ২৯-কে যুদ্ধবিমানটি। এই ট্রেনার যুদ্ধবিমানের ১ জন পাইলটে উদ্ধার করা গেলেও, রহস্যজনকভাবে নিখোঁজ আরও এক পাইলট। কার্যত ১২ ঘণ্টার মধ্যেও ওই পাইলটকে খুঁজে পাওয়া যায়নি বলে খবর।

ঘটনার জেরে একটি তদন্ত কমিটি তৈরিরি নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, বা কেন এমন দুর্ঘটনার শিকার হল ওই মিগ বিমান তা নিয়ে খোঁজ, তল্লাশি চলছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বহুবার দুর্ঘটনার শিকার হয়েছে মিগ। সেক্ষেত্রেও একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে।
জানা যাচ্ছে, ভারতীয় নৌসেনার তরফে এই যুদ্ধবিমান আকাশে উড়েছিল। তাতে প্রশিক্ষণ চলছিল বলেও খবর রয়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় গোটা দেশ।

কলকাতাঃ বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক