For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের নামেই অভিয়োগ দায়ের, এই পুলিশের রকম সকম খুবই অদ্ভুত

গরু চোরাচালান রুখতে না পারার দায়ে মীরাটের খারখোদা থানার এসএইচও রাজেন্দ্র ত্যাগী, তাঁ নিজের ও থানার বাকিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন।

Google Oneindia Bengali News

নিজেই নিজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উত্তরপ্রদেশের মীরাটের এক পুলিশ অফিসার। তবে শুধু নিজের বিরুদ্ধেই নয়, থানার সব পুলিশকর্মীর বিরুদ্ধেই তিনি জেনারেল ডায়েরিতে অভিযোগ নথিবদ্ধ করেছেন। তাঁর স্বীকারোক্তি, তারা গরু চোরাচালান রুখতে ব্যর্থ হয়েছেন।

নিজের নামেই অভিয়োগ দায়ের করলেন এই পুলিশ

তিনি খাড়কোদা শানার স্টেশন হাউস অফিসার বা এসএইচও রাজেন্দ্র ত্যাগী। আসলে তিনি নিজেই নিজের ফাঁদে জড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন এই থানায় দায়িত্ব নেওয়ার সময়ই থানার পুলিশকর্মীদের গাফিলতি রুখতে বিশেষ নিয়ম চালু করেছিলেন। সেই নিয়মে পুলিশের গাফিলতি ধরা পড়লে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল।

রাজেন্দ্র জানিয়েছেন, 'আমি বলেছিলাম, কোনও অপরাধের মামলায় অপরাধীর বিরুদ্ধে ব্য়বস্থা না নিতে পারলে সংশ্লিষঅট পুলিশ কর্মীদের তার দায় নিতে হবে। কোনও বিট কনস্টেবলের এলাকায় কোনও খুন বা চুরি-ডাকাতি হলে তার দায় তাকেই নিতে হবে। দুবার এরকম দাফিলতি ধরা পড়লে সেই পুলিশকর্মীর বিরুদ্ধএ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সেই নিয়ম মেনে তিনি এখন অবধি ছয় জন কনস্টেবলের নামে অভিযোগ দায়ের করেছেন। ঘুস নেওয়ার দায়ে ১৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থআ নিয়েছেন। কিন্তু এবার নিজের এলাকায় গরু পাচার রুখতে না পারার দায় তাঁর নিজের ওপরও বর্তায় বলে মনে করায় নিজের নামেও অভিযোগ নখিভুক্ত করে নজির সৃষ্টি করলেন উত্তরপ্রদেশের এই পুলিশ অফিসার।

English summary
Rajendra Tyagi, SHO of Kharkhoda police station of Meerut, filed complaint against himself & others after incidents of cow smuggling took place under their jurisdiction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X