For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-সুনামির জেরে পদত্যাগ-ঝড়ে কাঁপছে কংগ্রেস! একাধিক রাজ্যসভাপতি কোন রাস্তা নিলেন

একদিকে যেমন মোদী শিবির উচ্ছ্বাস উত্তেজনায় ভরপুর অন্যদিকে ভরাডুবির পর কার্যত শোকাহত কংগ্রেস শিবির।

  • |
Google Oneindia Bengali News

একদিকে যেমন মোদী শিবির উচ্ছ্বাস উত্তেজনায় ভরপুর অন্যদিকে ভরাডুবির পর কার্যত শোকাহত কংগ্রেস শিবির। কংগ্রেসের বহু নিচু তলার কর্মীর মধ্য সভপতি রাহুলকে নিয়ে ক্ষোভ থাকলেও, সাম্প্রতিক ওয়ার্কিং কমিটির মিটিং এ তাঁর পদত্যাগ গৃহিত হয়নি। এদিকে দেশের বিভিন্ন অংশ থেকে কংগ্রেস সভাপতির কাছে উঠে আসছে ইস্তফা পত্র।

মোদী-সুনামির জেরে পদত্যাগ-ঝড়ে কাঁপছে কংগ্রেস! একাধিক রাজ্যসভাপতি কোন রাস্তা নিলেন

ভোটের ফলপ্রকাশের পরদিনই উত্তরপ্রদেশের সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাজ বব্বর। এরপর একে একে ওড়িশা, মহারাষ্ট্রে কংগ্রেসের রাজ্য সভাপতিরাও নিজের পদ ছেড়ে দেন। প্রাথমিকভাবে ৩ জন রাজ্যসভাপতির পদত্যাগের পর এদিন আরও ৬ জন সভাপতির পদত্যাগের খবর আসতে থাকে। এদিকে, পঞ্জাবে বিজেপির সানি দেওলের কাছে হেরে গিয়ে পদত্যাগের পথে হঁটেন সিন্ধ প্রদেশের দুপুটে নেতা সুনীল ঝাকর।

ঝাড়খণ্ডে কংগ্রেস প্রধান অজয় রায়ও নিজের পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছেন। অসমের কংগ্রেসের সভাপতি রূপা বোরাও দিল্লি পাঠিয়ে দিয়েছেন নিজের পদত্যাগ পত্র। তবে এতকিছুর মধ্যেও প্রশ্ন একটাই, দলের জাতীয় সভাপতি হিসাবে রাহুল গান্ধী কোনপথে হাঁটবেন? শোনা যাচ্ছে, তাঁকে কংগ্রেস ধরে রাখার জন্য নতুন একটি পদ তৈরি করতে চলেছে। কারণ সর্বভারতীয় সভাপতি নিজে এখনও পদত্যাগের সিদ্ধান্ত থেকে অনড়।

English summary
A massive number of Congress chiefs send resignations to Rahul Gandhi all over India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X