For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধ্বংসী আগুন প্লাস্টিকের কারখানায়, নিয়ন্ত্রণে আনতে ৩৬টি দমকলের সঙ্গে রোবটও

আমেদাবাদের একটি প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে ৩৬টি দমকল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। প্রাথমিক তদন্ত অনুমান, বয়লার ফেটে আগুন লাগে।

Google Oneindia Bengali News

আমেদাবাদের একটি প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে ৩৬টি দমকল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। প্রাথমিক তদন্ত অনুমান, বয়লার ফেটে আগুন লাগে। এই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।

বিধ্বংসী আগুন প্লাস্টিকের কারখানায়, ৩৬টি দমকলের সঙ্গে রোবটও

দমকল ও পুলিশ জানিয়েছে, আমেদাবাদের ভৎভা জিআইডিসি ফেজ ৪-এর মরুধর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে এই ভয়াবহ আগুন লাগে। প্লাস্টিক কারখানা হওয়া প্রচুর দাহ্যপদার্থ মজুত ছিল। ফলে স্বল্পসময়ে আগুন ছড়িয়ে যায়। আগুন অ্যারেস্ট করতেই নাজেহাল হয়ে যান দমকলকর্মীরা। গোটা কারখানা দাউদাউ করে জ্বলছে। আগুন নি্য়ন্ত্রণে আনতে রোবট ব্যবহার করা হয়।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ৩৮টি দমকলের সঙ্গে শতাধিক প্রায় ১০০ জন দমকলকর্মী কাজ করছেন। আগুনের উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। সমস্ত কারখানাই একপ্রকাস ভস্মীভূত হয়ে গিয়েছে বলে এএফএসই অফিসার জানিয়েছেন।

English summary
A massive fire breaks out a plastic factory in Vatva of Ahmedabad. 36 fire tenders are present at the spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X