For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুঁজছিল ৩টি রাজ্য, মাথার দাম ছিল ৪৭ লক্ষ টাকা, আত্মসমর্পণ সেই পাহাড়ের

ছত্তিশগড়ে আত্মসমর্পণ করেছেন এক মাওবাদী নেতা। ৩টি রাজ্য তাঁকে খুঁজছিল এবং তাঁর মাথার দাম উঠেছিল মোট ৪৭ লক্ষ টাকা।

Google Oneindia Bengali News

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় - তিনটি রাজ্য তাঁর সন্ধান করছিল দীর্ঘদিন ধরে। তিন রাজ্য মিলিয়ে তাঁর মাথার দাম উঠেছিল ৪৭ লক্ষ টাকা! সেই দুর্ধর্ষ মাওবাদী নেতা পাহাড় সিং আত্মসমর্পণ করেছেন ছত্তিশগড়ের দুর্গ পুলিশের বিভাগের কাছে। তিনি জানিয়েছেন মাওবাদী মতাদর্শের তাঁকে বিভ্রান্ত করেছিল। সেইসঙ্গে তাঁর অভিযোগ স্থানীয় ক্যাডারদের সঙ্গে মাও নেতারা 'পশুর মতো' আচরণ করেন।

খুঁজছিল ৩টি রাজ্য, মাথার দাম ছিল ৪৭ লক্ষ টাকা, আত্মসমর্পন সেই পাহাড়ের

গত ২৫ বছর ধরে মাওবাদী সংগঠনে যুক্ত ছিলেন পাহাড় সিং। তিনি ছিলেন স্পেশাল জোনাল মাওবাদীদের মহারাষ্ট-মধ্যপ্রদেশ-ছত্তিশগড় কমিটির সদস্য। দুর্গের আইজিপি জানিয়েছেন বহু অপরাধে জড়িত আছে তাঁর নাম। মাওবাদী সংগঠনে সেন্ট্রাল জোনাল কমিটির পডে়ই স্পেশাল জোনাল কমিটির স্থান। তাই সেই কমিটির এক সদস্য হিসেবে পাহাড়ের আত্মসমর্পন এক বড় ঘটনা বলেই দাবি করছে পুলিশ।

কিন্তু কেন আত্মসমর্পণের রাস্তায় হাটলেন পাহাড় সিং? সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছেন মাওবাদী আদর্শ তাঁকে বিভ্রান্ত করেছিল। নেতাদের কথায় আর কাজে বিস্তর ফারাক রয়েছে। তিনি দাবি করেন,'উচ্চ পদস্থ নেতারা স্থানীয় ক্যাডারদের সঙ্গে পশুর মতো ব্যবহার করে। তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়। লুন্ঠন, অগ্নিসংযোগ, হত্যার মতো কাজ করতে তাদের সামনে ঠেলে দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের নেতারা কিন্তু নিরাপদ এলাকায় পরিবার নিয়ে দিব্বিই কাটান।'

English summary
A Maoist leader has surrendered in Chhattisgarh. He was wanted in 3 states and had a bounty of Rs 47 lakh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X