ট্রেন থেকে পড়েও আশ্চর্যজনকভাবে রক্ষা কলকাতার যাত্রীর! দেখুন ভাইরাল ভিডিও
ট্রেন থেকে পড়ে গিয়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পেলেন কলকাতার এক যাত্রী। ঘটনাটি ওড়িশার ঝাড়সুগুদা রেল স্টেশনের। মঙ্গলবার ঘটনাটি ঘটে। আহত যাত্রীর নাম রাজেশ তালোয়ার। হাওড়া থেকে সম্বরপুর যাওয়ার জন্য উঠেছিলেন তিনি। ছবি দেখা যাচ্ছে ট্রেন ছেড়ে দেওয়ার পর তিনি দরজার হাতল ধরে ট্রেনে উঠতে যান। কিন্তু হাত ফসকে গিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁক গলে পড়ে যান। তবে সেই দুর্ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ট্রেন ঝাড়সুগুদা স্টেশনে থামার পর চা খাওয়ার জন্য নেমেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন চলতে শুরু করার পর তিনি উঠতে যান। কিন্তু হাত ফসকে যায় তাঁর। প্ল্যাটফর্ম এবং ট্রেনের মধ্যে দিয়ে গলে যান। রেললাইন ও স্টেশনের মধ্যে যে ফাঁক রয়েছে তার মধ্যেই পড়েছিলেন তিনি। যদিও স্টেশনে থাকা যাত্রীদের চিৎকারে ট্রেন থামিয়ে দেওয়া হয়। প্রকাশিত খবর অনুযায়ী, রাজেশ তালোয়ারকে উদ্ধার করা হয় এবং ওই ট্রেনেই তুলে দেওয়া হয়। তাঁর কোন ধরনের আঘাত লেগেছে তা জানা যায়নি।
এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে স্টেশনে থাকা যাত্রী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্যরা যাত্রীকে ধরে ফেলেছিলেন।
#WATCH: A man survives after he fell on the tracks through the gap between the platform and the train at the Jharsuguda railway station while trying to board a moving train. (18-06) #Odisha pic.twitter.com/sz9wIYDN0z
— ANI (@ANI) June 20, 2019