পণ না দেওয়ায় বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে নববধূকে তিন তালাক
শীর্ষ আদালতে তিন তালাকে নিষেধাজ্ঞা জারি করলেও সামাজিক স্তরে এখনও চলছে বিবাহ বিচ্ছেদের এই প্রক্রিয়া।

উত্তর প্রদেশের জাহাঙ্গিরাবাদে রুকসানা বানু নামে এক যুবতীকে বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই তিন তালাক দেন বর। তারপরেই থানায় অভিযোগ জানিয়েছেন রুকসানা। ১৩ জুলাই শাহ আলম নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় রুকসানার। পণ হিসেবে বরের বাড়ির পক্ষে থেকে একটি মোটরবাইক দাবি করা হয়েছিল। কিন্তু রুকসানার বাড়ির পক্ষ থেকে সেই দাবি পূরণ করতে পারেনি। দাবি মতো পণ না পেয়ে শাহ আলম বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই নববধূকে তিন তালাক দেন।
পণ নেওয়া এবং তিন তালাকের জন্য শাহ আলম এবং তাঁর পরিবারের ১২ জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। ফতেহপুর সার্কেল পুলিস অফিসার ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস সুপার আকাশ তোমর জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। চলতি লোকসভা অধিবেশনেই তিন তালাক বিল পেশ করার কথা মোদী সরকারের। এই বিল আইনে পরিণত না হওয়া পর্যন্ত তিন তালাক প্রথা কোনও না কোনও ভাবে জারি থাকবে বলে দাবি করেছিল মোদী সরকারের।