For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন হয়রানির অভিযোগে কোর্ট মার্শালমেজর জেনারেলের বিরুদ্ধে! কাড়া হল পেনশনও

যৌন হয়রানির অভিযোগে উত্তর-পূর্বে অসম রাইফেলসের একজন মেজর জেনারেলকে বরখাস্ত করা হল এবং তাঁর পেনশন বাতিল করা হয়।

Google Oneindia Bengali News

যৌন হয়রানির অভিযোগে উত্তর-পূর্বে অসম রাইফেলসের একজন মেজর জেনারেলকে বরখাস্ত করা হল এবং তাঁর পেনশন বাতিল করা হয়। সেনাপ্রধান বিপিন রাওয়াত মেজর জেনারেলকে সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনী প্রধানের সিদ্ধান্তটি শুক্রবার আম্বালায় দুই কর্পাস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এমজেএস কাহলন জানান সংবাদমাধ্যকে।

যৌন হয়রানির অভিযোগে মেজর জেনারেলের বিরুদ্ধে কোর্ট মার্শাল

২০১৫ সালের নাগাল্যান্ডের ঘটনা। সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের অধীনে চান্দিমন্দিরে পোস্টিং ছিলেন ওই মেজর জেনারেল। এক যুবক ক্যাপ্টেনের অভিযোগ, মেজর জেনারেল তাঁকে ভোররাতে ফোন করে ডাকেন এবং তাঁর সহ্গে খারাপ ব্যবহার করেন। এই অভিযোগ খতিয়ে দেখার পর পদমর্যাদা এবং পেনশন ছিনিয়ে নেওয়া হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত মেজর জেনারেল আরএস জাসওয়ালের বিরুদ্ধে কোর্ট মার্শালের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ক নির্দেশ জারি হয়েছিল জুলাই মাসে। জুলাই মাসেই স্বাক্ষর করেছিলেন দুই সেনা প্রধান। মেজর জেনারেল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

English summary
A major general in the Assam Rifles is expelled and pension is canceled in charged with sexual harassment. Court martial proceedings against Major General were confirmed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X