For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাখির চোখ অসম বিধানসভা, পদ্ম শিবিরের শক্তি বাড়াতে ভোট প্রচারে মোদী-লকেট সহ ২০ শীর্ষ নেতৃত্ব

পাখির চোখ অসম বিধানসভা, পদ্ম শিবিরের শক্তি বাড়াতে ভোট প্রচারে মোদী-লকেট সহ ২০ শীর্ষ নেতৃত্ব

  • |
Google Oneindia Bengali News

গতাকালই মনোনয়ন জমা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আসন্ন নির্বাচনে মাজুলি কেন্দ্র থেকেই বিদায়ী মুখ্যমন্ত্রী ভোটে লড়ছেন বলে জানা যাচ্ছে। এমনকী শেষ মূহূর্তের ভোট প্রচারেও বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বিরোধীরা। ইতিমধ্যেই কংগ্রেসের নেতৃত্বে এজিএম, এআইইউডিএফ, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল-এর মতো দল গুলিও বিজেপি বিরোধী জোরদার প্রচার শুরু করেছে অসমে। এমতাবস্থায় এবার পদ্ম প্রথমসারির একাধিক নেতাকে রাজ্যে নিয়ে এসে রাজ্যবাসীর মন জয় করতে চাইছে অসমের গেরুয়া শিবির।

পাখির চোখ অসম বিধানসভা

পাখির চোখ অসম বিধানসভা

সূত্রের খবরস, বাংলার পাশাপাশি অসমের জন্য তারক প্রচরকদের নামের তালিকা প্রকাশ বিজেপি। যাতে রয়েছে মোট ২০ জনের নাম। তালিকায় রয়েছেন বাংলার বিজেপি নেত্রী তথা হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীর নামও। এছাড়াও মুখ্য আকর্ষক হিসাবে থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি থাকছেন বিপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। যা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 ৭০টিতে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

৭০টিতে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

অন্যদিকে বাংলায় এখও পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশিত না হলেও শুক্রবার উত্তর-পূর্বের এই রাজ্যের ১২৬ বিধানসভা আসনের মধ্যে ৭০টিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আসন্ন নির্বাচনে অসম গণ পরিষদ (অগপ)-র জন্য ২৬টি আসন ছেড়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে ইউনাইটেড পিপল‌্স লিবারেল পার্টি (ইউপিপিএল)-র জন্য ছেড়েছে ৮টি আসন।

ভোটগণনা ২ মে

ভোটগণনা ২ মে

অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপি শিবিরের আর এক হেভিওয়েট মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবারে অসমে প্রতিদ্বন্দ্বিতা করবেন জালুকবাড়ি কেন্দ্র থেকে। এবারে ১২৬ আসনের অসম বিধানসভা নির্বাচন তিন দফায়। আগামী ২৭ মার্চ হবে প্রথম দফার ভোট। যার মনোনয়ন জমার শেষদিন ছিল মঙ্গলবার। ১ এপ্রিল এবং ৬ এপ্রিল হবে দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট। ভোটগণনা হবে আগামী ২ মে।

মোদী-শাহের পাশাপাশি তালিকা আর কোন কোন তারকা প্রার্থী ?

মোদী-শাহের পাশাপাশি তালিকা আর কোন কোন তারকা প্রার্থী ?

এদিকে মোদী, অমিত শাহের পাশাপাশি অসম বিধানসভাকে পাখির চোখ করে আগামীতে অসমে নির্বাচনে প্রচটারে আসছেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সি তোমার, স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, মুক্তার আব্বাস নাকভিরা। এছাড়াও তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, বিপির শীর্ষ স্থানীয় নেতা বি এল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, বৈজয়ন্ত জয় পাত্র, দীলিপ শৈকিয়া, শাহনাওয়াজ হোসেন, পুনম মহাজন, মনোজ তিওয়ারী, রবি কিষাণরাও।

অনুব্রতর কাছে দুই প্রার্থীর বদল চেয়ে দরবার, ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস অনুব্রতর কাছে দুই প্রার্থীর বদল চেয়ে দরবার, ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস

English summary
20 star campaigners including Modi-Locket are going to Assam to campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X