For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবিগুরু রবীন্দ্রনাথ নন, গান্ধীজিকে 'মহাত্মা' উপাধি দেন এক সাংবাদিক?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদ, ১৫ ফেব্রুয়ারি : সারা বিশ্ব জানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীকে 'মহাত্মা' নামে সম্বোধন করেছিলেন। বইয়ের পাতায় যুগের পর যুগ এটা পড়েই বড় হয়েছে প্রজন্মের পর প্রজন্ম।[নেতাজি অন্তর্ধান রহস্য : সব জানতেন নেহেরু, গান্ধী, প্যাটেল?]

তবে এই তথ্য সঠিক নয় বলে দাবি করেছে গুজরাত সরকার। তাদের মতে, কবিগুরু নন, গান্ধীজিকে মহাত্মা নামে সম্বোধন করেন সৌরাষ্ট্রের জেটপুরের এক সাংবাদিক। [বিয়ার ক্যানে মহাত্মা গান্ধীর ছবি, ক্ষমা চাইল মার্কিন কোম্পানি]

কবিগুরু নন, গান্ধীজিকে 'মহাত্মা' উপাধি দেন এক সাংবাদিক?

রাজকোটের জেলা পঞ্চায়েতের তরফে শুধু দাবি জানিয়েই অধ্যায় শেষ করা হয়নি। রীতিমতো গুজরাত হাইকোর্টে হলফনামা দিয়ে এই দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, গান্ধীজি যুবক অবস্থায় দক্ষিণ আফ্রিকায় থাকাকালীনই এই নামে তাঁকে এক সাংবাদিক সম্বোধন করেন। যদিও সেই সাংবাদিকের নাম এখনও অজ্ঞাতই রয়েছে। [দিল্লিতে নাথুরাম গডসের মূর্তি বসাতে চায় হিন্দু মহাসভা]

রাজকোট সহ কয়েকটি জেলার রাজস্ব বিভাগে লোক নেওয়ার পরীক্ষায় এই প্রশ্নটি আসে। সন্ধ্যা মারু নামে এক পরীক্ষার্থী রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখলেও সরকারের তরফে ভুল উত্তর বলে জানানো হয়। এরপরই হাইকোর্টে মামলা করেন তিনি। [মহাত্মাকে নিয়ে অজানা নানা তথ্য]

বিচারপতি সরকারের কাছে এই কারণ জানতে চাইলে হলফনামা দিয়ে গুজরাত সরকার জানিয়েছে, গান্ধীজিকে 'মহাত্মা' সম্বোধন করে চিঠি লেখেন জেটপুরের ওই সাংবাদিক। এক্ষেত্রে সরকারের তরফে গান্ধীবাদী ইতিহাসবিদ নারায়ণ দেশাইয়ের লেখা বইয়ের উল্লেখ করা হয়েছে যেখানে তিনি এই বিষয়ে একই মত পোষণ করেছেন।

এই মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি ফের শুনানির দিন ধার্য করা হয়েছে।

English summary
A journalist, not Rabindra Nath Tagore gave 'Mahatma' title to Gandhiji!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X