For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রয়াত বিজেপি বিধায়কের ছেলে সহ ৭, ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের সেলসুরায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১১ টায়। দুর্ঘটনায় প্রান হারিয়েছেন ভারতীয় জনতা পার্টির বিধায়কের ছেলে সহ ৭ জন মেডিকেল ছাত্র। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের সেলসুরায়


প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল ((PMNRF) থেকে মৃতের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। যারা আহত হয়েছেন তাঁদের পরিবার পিছু ক্ষতিপূরণ হিসাবে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী টুইট করে জানান, মহারাষ্ট্রের সেলুসুরার ঘটনায় আমি খুব দুঃখিত। কারণ, এই সড়ক দুর্ঘটনায় কিছু মানুষ তাঁর প্রিয়জনকে হারালেন। আমি আহতদের জন্য প্রার্থনা করি, তাঁরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

একটি গাড়িতে করে পড়ুয়ারা ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন সেই সময় সেলসুরার কাছে সড়ক দুর্ঘটনাটি ঘটে। আচমকাই পড়ুয়াদের গাড়ির সামনে একটি বন্য প্রানী চলে আসে। যে ব্যাক্তি গাড়ি চালাচ্ছিলেন সেই ওই বন্য প্রানীকে এড়াতে গাড়ির চাকাটি ঘোরান। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে খাদে পড়ে যায়। যার ফলে মৃত্যু হয়েছে পড়ুয়াদের। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়ার্ধার এসপি প্রশান্ত হোলকার।

জানা গিয়েছে, নিহতরা প্রত্যকেই মেডিকেলের ছাত্র। তাঁরা সকলে ওয়ার্ধার সাওয়াঙ্গি মেডিকেল কলেজে পড়াশুনা করতেন। নীতেশ সিং ছাড়া সকলেই এমবিবিএসের প্রথম বর্ষের। নীতেশ সিং একজন মেডিকেল ইন্টার্নের ছাত্র। দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত মৃত ব্যক্তিদের পরিবার।

দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিজয় রাহাংডালের ছেলে। তিনি তিরোদা গোরেগাঁও বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। অন্যান্য হলেন নীরজ চৌহান, নীতেশ সিং, বিবেক নন্দন, প্রত্যুষ সিং, শুভম জয়সওয়াল ও পবন শক্তি। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

English summary
A horrific road accident took place in Selsura, Maharashtra. The incident took place at 11:30 pm on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X