For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় মৃত হিন্দুদের শেষকৃত্য সারছেন মুসলিম যুবকের দল, সঙ্কটের মাঝেই সম্প্রীতির নজির যোগীরাজ্যে

করোনায় মৃত হিন্দুদের শেষকৃত্য সারছেন মুসলিম যুবকের দল, সঙ্কটের মাঝেই সম্প্রীতির নজির যোগীরাজ্যে

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি করোনা আক্রান্তের শেষকৃত্যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখতে পাওয়া গিয়েছিল তেলেঙ্গানায়। এবার একই ছবি ধরা পড়ল লখনৌতে। উত্তরপ্রদেশের এই করোনা বিধ্বস্ত শহরে একদল মুসলিম যুবককে করোনা আক্রান্ত মৃত হিন্দু ব্যক্তিদের সৎকার করতে দেখা যাচ্ছে। যে ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পিপিই কিট পড়েই চলছে গোটা কাজ। মূলত যে সমস্ত ব্যক্তিদের শেষকৃত্য করার কেউ নেই বা কোভিড বিধির কারণে শেষকৃত্য আটকাচ্ছে তাদের পাশে এসেই দাঁড়াচ্ছে এই তদফিন গ্রুপ নামে এই সংখ্যালঘু যুবকদের দল।

করোনায় মৃত হিন্দুদের শেষকৃত্য সারছেন মুসলিম যুবকের দল, সঙ্কটের মাঝেই সম্প্রীতির নজির যোগীরাজ্যে

সূত্রের খবর, স্থানীয় কিছু যুবকের উদ্যোগে গত বছর থেকেই শুরু হয় এই কাজ। যদিও মূল উদ্যোক্তা হিসাবে দেখা যায় ৩৩ বছরের গ্রাফিক্স ডিজাইনার ইমদাদ ইমানকে। লখনৌয়ের মাকবারা গোলগঞ্জ এলাকাতে তাঁর বাস বলে জানা যাচ্ছে। সম্প্রতি কোভিড আক্রান্ত মৃত ব্যক্তিদের সৎকারের জন্য তাদের প্রায় ২৩ জনের একটি টিম রয়েছে বলেও জানা যাচ্ছে। এখনও পর্যন্ত অসংখ্য করোনা আক্রান্ত হিন্দু ব্যক্তিরদের পাশাপাশি ৩০ জন মুসলিমেরও শেষকৃত্য করেছে এই দল।

হাসপাতালে নেই, অক্সিজেনের খোঁজে এই গুরুদ্বারে করোনা আক্রান্তদের নিয়ে হাজির হচ্ছে পরিবারহাসপাতালে নেই, অক্সিজেনের খোঁজে এই গুরুদ্বারে করোনা আক্রান্তদের নিয়ে হাজির হচ্ছে পরিবার

এই প্রসঙ্গে বলতে গিয়ে ইমদাদ ইমান বলেন, “ আমরা মূলত তাদের পাশেই গিয়ে দাঁড়াই যাদের শহরে পরিবার-পরিজন বলতে বিশেষ কেউ নেই। এমনকী অনেকের পরিবার থাকলেও অন্যান্য সদস্যরাও আক্রান্ত হয়ে পড়েছেন। অনেকের পরিবার আবার মৃত্যুর পর দেহ সৎকারে রাজি হয়না। মূলত এই ধরণের মানুষদেরই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” প্রসঙ্গত উল্লেখ্য, দেশজুড়ে সাম্প্রদায়িক হানাহানির এই বাজারে লখনৌয়ের এই যুবকদের উদ্যোগ সমাজের মধ্যে এক সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসছে বলে মত বিশিষ্টজনেদের। এমনকী এই কঠিন সময়ে এই মানবিক কাজ প্রশাংশও কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

English summary
A group of Muslim youths is burying a dead Hindu man in Corona, Lucknow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X