For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বর্ষায় শৌচাগারের মধ্যেই রান্না করতে বাধ্য হল উত্তরপ্রদেশ একটি পরিবার

প্রবল বর্ষায় শৌচাগারের মধ্যেই রান্না করতে বাধ্য হল উত্তরপ্রদেশ একটি পরিবার

  • |
Google Oneindia Bengali News

প্রচণ্ড বর্ষায় মাটির বাড়িতে নাজেহাল অবস্থা হচ্ছিল একটি পরিবারের। প্রধানমন্ত্রী আবাস যোজনা তে ঘরের জন্য আবেদন করেও কোনও সারা মেলেনি সরকারের পক্ষ থেকে। তবে ঘর না পেলেও স্বচ্ছ ভারত মিশনের অধীনে পেয়েছিলেন একটি শৌচাগার। বর্ষায় সেই স্বচ্ছ ভারত মিশনের শৌচাগারেই রান্না করতে বাধ্য হল উত্তরপ্রদেশের ওই পরিবারটি।

 প্রবল বর্ষায় শৌচাগারের মধ্যেই রান্না করতে বাধ্য হল উত্তরপ্রদেশ একটি পরিবার

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে পরিবারের সদস্য রাম প্রকাশ বলেন, "কি করবো ? প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তার বদলে শৌচাগার তৈরি করে দিয়েছে সরকার। গত সপ্তাহ থেকে প্রবল বর্ষায় আমাদের মাটির ঘরে জল ঢুকতে শুরু করে। আমার শুতে পর্যন্ত পারিনি ভালো করে।" তবে শৌচাগারের মধ্যে রান্না না করলে পরিবারটিকে যে অনাহারে মরতে হতো, সে কথা প্রবল বেদনার সাথে বলতে শোনা যায় রাম প্রকাশের গলায়।

পরিবারটি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর কেন পায়নি এই বিষয়ে উত্তরপ্রদেশের বারাবাঁকির জেলা শাসক আদর্শ সিং কে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে তিনি জানান "আমরা ওই পরিবারটির তরফ থেকে এই ধরণের কোনও অভিযোগ পাইনি। আমরা বিষয়টির খুব শীঘ্রই তদন্ত শুরু করবো এবং গ্রাম পঞ্চায়েতের তরফে যদি কোনও অবহেলার অভিযোগ পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা নেবো."

'বুদ্ধিজীবীরা উচ্ছিষ্টভোগী কিছু ভাত ছড়িয়ে দিলে কুড়িয়ে খায়', বিতর্কে জয়প্রকাশ'বুদ্ধিজীবীরা উচ্ছিষ্টভোগী কিছু ভাত ছড়িয়ে দিলে কুড়িয়ে খায়', বিতর্কে জয়প্রকাশ

English summary
Water is entering the ground, families are forced to cook toilets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X