For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাক শিল্প অনুপ্রাণিত ডুডল, স্বাধীনতা দিবস উদযাপনে গুগল-এর হোম পেজে আছে আরও চমক

একটি বাঘ, একটি হাতি, ২টি ময়ূর, আম, এবং এছাড়াও একটি সুতোয় বাঁধা লেবু-লঙ্কার ছবি সমন্বিত, ভারতীয় ট্রাক শিল্প দ্বারা অনুপ্রাণিত একটি ডুডল দিয়ে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হল গুগল।

  • |
Google Oneindia Bengali News

ভারতের ৭২-তম স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হল গুগল-ও। এদিনের গুগল ডুডল-টি করা হয়েছে ভারতীয় 'ট্রাক আর্ট'-এ অনুকরণে। ডুডলটিতে ভারতীয়ত্বের অভাব নেই। বাঘ, হাতি, ময়ূর, পদ্ম, আম, লেবু-লঙ্কার সৌভাগ্য চিহ্ন সবই তুলে ধরা হয়েছে এই ট্রাক আর্ট অনুপ্রাণিত ডুডলে।

ভারতীয়ত্বে ভরা ট্রাক শিল্প অনুপ্রাণিত ডুডল

ডুডলটি সম্পর্কে গুগল সংস্থা জানিয়েছে, 'আজকের ডুডল ভারতের বেশ কিছু আইকনিক উদ্ভিদ ও প্রাণীর ছবিতে সম্বৃদ্ধ। এটি ভারতীয় ট্রাক শিল্পের দ্বারা অনুপ্রাণিত। এই শিল্প এই চার মিলিয়ন বর্গ কিলোমিটারের দেশের দীর্ঘকালের ঐতিহ্য। ট্রাকচালকরা যখন তাদের পরিবারের থেকে কয়েক মাস ধরে দূরে রাস্তায় রাস্তায় কাটায় তখন এই চিত্তাকর্ষক লোকশিল্প থাকে তাদের চারপাশে, তাদের মন জুড়ে থাকে।'

(আরও পড়ুন ফিরোজা বেগমের জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ্য)(আরও পড়ুন ফিরোজা বেগমের জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ্য)

ডুডটিতে ব্য়বহৃত আইকনগুলি ট্রাকআর্টে প্রায়শয়ই দেখা যায়। ভারতীয়ত্বের সঙ্গেও এই আইকনগুলির ওতোপ্রোত সম্পর্ক রয়েছে। বাঘ - ভারতের জাতায় প্রাণী, ময়ূর - ভারতের জাতীয় পাখি, পদ্ম - ভারতের জাতীয় ফুল। এছাড়া আছে হাতি, যা ভারতের যে কোনও জঙ্গলে দেখা যায়। হাতি নিয়ে যুদ্ধ করা যায় তাও বিশ্বকে প্রথম দেখিয়েছিলেন ভারতীয় রাজরাই। আছে আমের ছবি। গরমকালে যেই ফল ভারতে প্রচুর পরিমাণে হয়, এবং যার খ্যাতি গোটা বিশ্বে রয়েছে। আর লেবু-লঙ্কা সুতোয় বেঁধে ঝুলিয়ে রাখা হয় সৌভাগ্যেলাভের জন্য।

(আরও পড়ুন - ১২৫তম জন্মদিনে পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশকে শ্রদ্ধা গুগলের, দেখে নিন কীভাবে)(আরও পড়ুন - ১২৫তম জন্মদিনে পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশকে শ্রদ্ধা গুগলের, দেখে নিন কীভাবে)

এই সব ভারতীয় আইকন ব্যবহার করে, ভারতীয় ট্রাক আর্চের অনুকরণে ডুডল বানিয়েই ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হয়েছে গুগল। শুধু তাই নয় গুগল হোমপেজে একট বিশেষ লিঙ্ক রাখা হয়েছে, শুধুমাত্র আজকের দিনটির জন্য। 'সি লস্ট ফোটোস অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স' নামে সেই লিঙ্কে ক্লিক করলেই স্বাধীনতা আন্দোলনের সময়ের দুষ্প্রাপ্য ছবির ভান্ডার খুলে যাবে।

(আরও পড়ুন - গওহর জানের জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ, এই সঙ্গীত-নৃত্য পটিয়সীর জীবনযুদ্ধ সম্পর্কে কিছু তথ্য)(আরও পড়ুন - গওহর জানের জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ, এই সঙ্গীত-নৃত্য পটিয়সীর জীবনযুদ্ধ সম্পর্কে কিছু তথ্য)

English summary
Google celebrates India's Independence Day with a Doodle inspired by Indian truck art which features a tiger, an elephant, 2 peacocks, mangos, and also lemon-chili combination strung together in a thread.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X