(ছবি) দিল্লি নির্বাচনের শেষমুহূর্তে: ঈশ্বর সেবায় কিরণ বেদী, ধ্যানমগ্ন কেজরিওয়াল
নয়াদিল্লি, ৬ জানুয়ারি : আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই দিল্লির ভাগ্য নির্নয়ের পরীক্ষা। কংগ্রেস যতই লড়াইয়ে থাকার দাবি জানাক, যুদ্ধটা কিন্তু বিজেপি-আম আদমি পার্টিরই দ্বিমুখী লড়াই। প্রচার শেষ, নির্বাচনের কাজ শেষ দুই শিবিরেই, এখন শুধু অপেক্ষা কালের সূর্য ওঠার।
আর এই সময়টায় দুই মুখ্য প্রতিদ্বন্দ্বীর একজনের ভরসা ভগবান অন্যজন মনোনিবেশ করেছেন যোগব্যায়ামে। আমরা কথা বলছি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী ও আপ সুপ্রিমে তথা আপের প্রধানমন্ত্রী পদপ্রার্থী অরবিন্দ কেজরিওয়াল।
কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন কিরণ বেদী। ভোট গ্রহণের আগের দিন এই এলাকারই গুরুদ্বার দর্শনে গেলেন কিরণ বেদী। লঙ্গরের জন্য বানালেন রুটিও। কিরণ বেদীর কথায় অবশ্য "আমি সব ধর্মে বিশ্বাস করি। এখন সবই ঈশ্বরের হাতে।"
অন্যদিকে বিজেপির পথের কাঁটা অরবিন্দ কেজরিওয়াল কিন্তু মন শান্ত করতে ধ্য়ানে বসেছেন বাড়িতেই। বেশ কিছুক্ষণ একা ঘরে যোগব্যায়াম করেছেন। এখন পুরোপুরি মনোনিবেশ করেছেন ভোটযুদ্ধেই।
শেষমুহুর্তের ঈশ্বরবন্দনা নাকি যোগ-ধ্যান, কোনটা কাজে আসে তা জানতে অপেক্ষা করতে হবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ওইদিনই দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

ধ্যানমগ্ন
নিজের বাড়িতে ধ্যানে মগ্ন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

ব্যায়াম ১
দিল্লি নির্বাচনের আগের দিন নিজের বাড়িতে যোগব্যায়ামে মগ্ন অরবিন্দ কেজরিওয়াল।

ব্যায়াম ২
দিল্লি নির্বাচনের আগের দিন নিজের বাড়িতে যোগব্যায়ামে মগ্ন অরবিন্দ কেজরিওয়াল।

ব্যায়াম ৩
দিল্লি নির্বাচনের আগের দিন নিজের বাড়িতে যোগব্যায়ামে মগ্ন অরবিন্দ কেজরিওয়াল।

ঈশ্বর বন্দনা
কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গুরুদ্বারে কিরণ বেদী।

ঈশ্বর সেবায় কিরণ বেদী
গুরুদ্বারে লঙ্গর সেবায় জন্য নিজের হাতে রুটি বানাচ্ছেন।

ধর্মবিশ্বাসী
কিরণ বেদীর কথায় অবশ্য "আমি সব ধর্মে বিশ্বাস করি। এখন সবই ঈশ্বরের হাতে।"