For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আম্ফানে’র পর ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘গতি’! বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত

ফের ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে। ভারতের আবহাওয়া অধিদফতর বা আইএমডি জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ঘূর্ণাবর্ত চলতে শুরু করবে।

Google Oneindia Bengali News

ফের ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে। ভারতের আবহাওয়া অধিদফতর বা আইএমডি জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ঘূর্ণাবর্ত চলতে শুরু করবে। উত্তর-পশ্চিম অভিমুখে তা এগিয়ে যাবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সেক্ষেত্রে ওই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে তা আছড়ে পড়বে ওড়িশা উপকূলে।

সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার বিস্তৃত ঘূর্ণাবর্ত

সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার বিস্তৃত ঘূর্ণাবর্ত

আইএমডি জানিয়েছে, ওড়িশার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে. সমুদ্রপৃষ্ঠের ০.৯ কিলোমিটার থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এত উচ্চতার ঘূ্র্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল। ভারতের আবহাওয়া অধিদফতর এমনটাই পূর্বাভাস দিয়েছিল।

 ঘূর্ণিঝড় ‘গতি'র রূপ নিতে পারে ওই ঘূর্ণাবর্ত

ঘূর্ণিঝড় ‘গতি'র রূপ নিতে পারে ওই ঘূর্ণাবর্ত

সেইসঙ্গে আইএমডি জানিয়েছে, ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই স্পষ্ট হবে এর গতিবিধি। এই মাসের শুরুর দিকে মহারাষ্ট্রে আঘাত করে ঘূর্ণিঝড় নিসর্গ। তার আগে বাংলার বুকে তাণ্ডব চালিয়ে যায় ঘূর্ণিঝড় আম্ফান। ওড়িশাতেও আম্ফানের প্রভাব পড়ে। এবার পরবর্তী ঘূর্ণিঝড় ‘গতি'র রূপ নেয় কি না ওই ঘূর্ণাবর্ত তাই দেখার।

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে ওড়িশার দিকে প্রাথমিক অভিমুখ

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে ওড়িশার দিকে প্রাথমিক অভিমুখ

ওড়িশার অদূরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তাটি ক্রমেই নিম্নচাপের রূপ নিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় প্রবল বৃষ্টি হবে। এর পরবর্তী পরিস্থিতিতে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশা উপকূল অভিমুখ এগিয়ে যায় কি না, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে।

ওড়িশায় ঘূর্ণাবর্তের জেরে বাংলাতেও দুর্যোগ

ওড়িশায় ঘূর্ণাবর্তের জেরে বাংলাতেও দুর্যোগ

এদিকে, ওড়িশায় ঘূর্ণাবর্ত আর রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় সপ্তাহভর বৃষ্টি চলবে। বুধবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের হাত ধরে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। তার ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। এ বছর লাগাতার বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে অবশ্য় দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি হবে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সপ্তাহভর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মঙ্গল ও বুধবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।


বাংলায় মেলেনি চিকিৎসা, অসুস্থ স্ত্রীকে সাইকেলে চাপিয়ে ১০০ কিমি পাড়ি দিয়ে ঝাড়খণ্ডে পুরুলিয়ার হরি

English summary
A cyclonic circulation is currently seen over Bay of Bengal, can turn in cyclone. Weather office forecasts it can run toward Odisha coast.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X