For Quick Alerts
For Daily Alerts
মধ্যরাতেই ঘরে কুমির, তারপর কী হল
চিড়িয়াখানায় কুমির দেখেছেন। যাঁরা সুন্দরবন বেড়াতে গিয়েছেন, কুমিরপ্রকল্প কিংবা খাঁড়িতে কুমির দেখেছেন। অনেক জায়গায় পুকুরে কিংবা বড় জলাশয়ে কুমির হয়তো চোখে পড়েছে। কিন্তু একেবারে ঘরের মধ্যে কুমির ঢুকে পড়ার কথা শুনেছেন কি। এমনটাই হয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বারের আলওয়ালপুর গ্রামে।

বাড়ির মালিক নরেন্দ্রকুমার জানিয়েছেন, মধ্যরাতেই তিনি এই সরিসৃপটিকে ঘরের মধ্যে দেখে কিছুটা চমকে গিয়েছিলেন। সেই সময় ঘরে ছিলেন কয়েকজন আত্মীয়ও।
তবে ঘাবড়ে না গিয়ে ঘর থেকে সবাইকে সাবধানে বের আনেন। ঘরের দরজা বন্ধ করে বনদফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা প্রায় ১০ ঘণ্টা পরে এলাকায় গিয়ে কুমিরটিকে উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অত্যধিক বৃষ্টিতে গ্রামের সব জলাশয়ই ভর্তি হয়ে গিয়েছিল। সেই জলে ভেসেই কুমিরটি ঘরে ঢুকে পড়ে।