For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাটে ভোট আবহে এ কোন কলঙ্ক মুখ্যমন্ত্রীর গায়ে, জানলে অবাক হবেন

সেবি-র কড়া নজরে গুজরাটের মুখ্যমন্ত্রীর সংস্থা। গুজরাট নির্বাচনের আগে এতে নয়া বিতর্ক তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।

Google Oneindia Bengali News

অনৈতিক ব্যবসায়িক লেনদেনের জন্য বাইশটি সংস্থাকে জরিমানা করল সেবি। যার মধ্যে রয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর একটি সংস্থাও। সবমিলিয়ে এই সংস্থাগুলিকে ৬.৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

গুজরাটে ভোট আবহে এ কোন কলঙ্ক মুখ্যমন্ত্রীর গায়ে, জানলে অবাক হবেন

[আরও পড়ুন:হিমাচলে ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সরণ নেগি][আরও পড়ুন:হিমাচলে ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সরণ নেগি]

অভিযোগ, 'হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি' নামে বিজয় রূপানীর একটি সংস্থা অনৈতিক ব্যবসায়িক লেনদেন করেছে। জানা গিয়েছে, সারঙ্গ কেমিক্যালস নামে একটি সংস্থাকে সামনে রেখে এই অনৈতিক ব্যবসায়িক লেনদেন করা হয়। ২৭ অক্টোবর সেবি একটি নির্দেশিকা জারি করে তাতেই এই জরিমানার কথা উল্লেখ করা হয়েছে।

সেবির দাবি, বিজয় রূপানীর সংস্থা ছাড়াও যে একুশটি সংস্থার বিরুদ্ধে অনৈতিক ব্যবসার লেনদেনের অভিযোগ আনা হয়েছে, তাদের একের সঙ্গের অন্যের যোগসাজোশ রয়েছে। সেবির অভিযোগ, এই অভিযুক্ত সংস্থাগুলি সারঙ্গ কেমিক্যালসের শেয়ার কিনে কৃত্রিমভাবে দামবৃদ্ধি করিয়েছিল। সেবি-র আরও অভিযোগ, সারঙ্গ কেমিক্যালস ছাড়াও যে একুশটি সংস্থাকে জরিমানা করা হয়েছে তাদের মালিক গুজরাটের মুখ্যমন্ত্রীর আত্মীয়-স্বজন।

গুজরাটে ভোট আবহে এ কোন কলঙ্ক মুখ্যমন্ত্রীর গায়ে, জানলে অবাক হবেন

অনৈতিক ব্যবসায়িক লেনেদেনে যে ৬.৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে, তারমধ্যে বিজয় রূপানীর সংস্থাকে ১৫ লক্ষ টাকা দিতে হবে। ২০১১ সালের জানুয়ারি থেকে জুন মাস-এর ভিতরে এই অনৈতিক ব্যবসায়িক লেনদেন করা হয়েছিল। ২০১৬ সালে অগাস্ট মাসে গুজরাটের মুখ্যমন্ত্রী হন বিজয় রূপানী।

English summary
SEBI has penalised twenty two entities, including Gujarat Chief Vijay Rupani’s Hindu Undivided Family, for unfair trade practices.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X