For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকদের সতর্কবার্তা, প্রাণের বলি, জাগল না প্রশাসন

দেশে যখন নবরাত্রি-দুর্গা পুজোর আসর জমজমাট, ঠিক তখনই মহারাষ্ট্রে ঘটে গেল বিশাল দুর্ঘটনা। কিন্তু প্রশাসন কী এই বিপর্যয় আটকাতে পারত না

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

খারাপ সময় চলছেই মুম্বইয়ের। সারা দেশ যখন নবরাত্রি , দুর্গাপুজো হচ্ছে, ঠিক তখনই ঘটে গেছে পদপিষ্ট হওয়ার মত ঘটনা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের।

নাগরিকদের সতর্কবার্তা, প্রাণের বলি, জাগল না প্রশাসন

এলফিনস্টোন রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজে পদপিষ্ট হয়ে মৃতের মধ্যে ৮ জন শিশু রয়েছে , রয়েছে ২২। ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু বিষয়টি শুধু এটুকু নয়। এলফিনস্টোনের এই ব্রিজ এতটাই সরু যেকোনও দিনই ঘটে যেতে পারত দুর্ঘটনা। সাধারণ নাগরিকরা দিনের পর দিন এই নিয়ে জনসচেতনা আনা পাশাপাশি রেলওয়ে মন্ত্রককে জানানোর চেষ্টাও করেছিলেন।

কিন্তু এ মুহূর্তে সবই জলে। বান্দিশ সাঁতরা নামের একটি টুইট অ্যাকাউন্ট থেকে গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখ প্রথমবার এই ব্রিজের দুরবস্থার কথা জানানো হয় সুরেশ প্রভুকে। তারপর বারবার ৪ ফেব্রুয়ারি, ৩০ অগস্ট একই ভয়াবহতার আগাম সতর্কবার্তা জারি করেছিল এই অ্যাকাউন্ট। এমনকি ঘটনা ঘটে যাওয়ার পর সেই অ্যাকাউন্ট থেকে তাঁর ভয়ই সত্যি হল বলেও জানানো হয়।

আজ সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও যদি রেলমন্ত্রক যদি নড়েচড়ে বসে তাহলে ভাল। যে ভুলের দিকে তাদের বহুবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তার সুরাহা তারা করেননি। এবার কী মানুষের প্রাণের বলিতে টনক নড়বে তাঁদের।

English summary
A citizen has warned several times about bridge condition near Elphinstone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X