For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতি মামলায় অভিযুক্তদের অভিনব সাজা, কেরলের পাশে দাঁড়াল সিবিআই কোর্ট

বিশেষ সিবিআই আদালের এক বিচারক, দুর্নীতি মামলায় অভিযুক্ত ৩জনকে কেরল ত্রাণ তহবিলে মোট ৪৫০০০ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ১ অক্টোবর মামলার পরের শুনানির সময় তার রশিদ পেশ করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

বন্যায় বিধ্বস্ত কেরলের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশের মানুষ। এমন এক সময়ে দুর্নীতি মামলায় অভিযুক্ত তিন অপরাধীকে সিবিআই-এর এক বিশেষ আদালত নির্দেশ দিল ১৫,০০০ টাকা করে কেরলের মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে জমা করতে।

দুর্নীতি মামলায় অভিযুক্তদের অভিনব সাজা, কেরলের পাশে দাঁড়াল সিবিআই কোর্ট

সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড অডিট দপ্তরের প্রাক্তন সুপারিন্টেন্ডেন্ট অনিল কুমার, অজয় সিং ও প্রাক্তন ইন্সপেক্টর রবিন্দর দাহিয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে একটি সংস্থার জরিমানার পরিমাণ কমানোর অভিযোগ রয়েছে। সিবিআই-এর দাবি ওই সংস্থার স্ক্রুটিনি চলছিল। তাতে এই তিনজন সংস্থাকে জানান, সংস্থাটির ২৫ থেকে ৩০ লক্ষ টাকার জরিমানা হতে পারে। বদলে তিনজনে ৩ লক্ষ টাকা করে ঘুষ নিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার বন্দোবস্ত করেছিলেন। কিন্তু খবর পেয়ে গত ২৭ ফেব্রুয়ারি সোনিপতের মুরথালে জাল পেতেছিল সিবিআই। ঘুষ নেওয়ার সময় তাদের হাতে নাতে ধরা হয়।

এই মামলারই শুনানি চলছে বিশেষ সিবিআই আদালতে। মঙ্গলবার, বিচারক জগদীপ সিং তিন অভিযুক্তকে ১৫,০০০ টাকা করে কেরলের রিলিফ ফান্ডে জমা দেওয়ার আদেশ দিয়েছেন। মামলাটির পরের শুনানি হবে আগামী ১ অক্টোবর। ওইদিন অভিয়ুক্তদের এই দানের রসিদ পেশ করতে হবে আদালতে।

English summary
A CBI judge has ordered 3 graft accused to pay a sum of Rs 45,000 to the Keral relief fund. A receipt of that must be submitted during the next hearing on 1 October.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X