ইমরানের বিরুদ্ধে দায়ের হল মামলা, বিহারের আদালতে গ্রেফতারের দাবিতে সরব
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হল ভারতের আদালতে। শনিবার বিহারের মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী সুধীরকুমার ওঝা পাকিস্তান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইমরান খান ভারতের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন।

জাতিসংঘের ভাষণে ভারতের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আইনজীবী সুধীরকুমার ওঝা, ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন মুজাফ্ফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে।
ওঝা তার আবেদনে বলেন, ৩৭০ ধারা বাতিল করার প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী নানা তোপ দেগেছেন। তিনি বারবার চেষ্টা করেছেন ভারতকে আন্তর্জাতিক মঞ্চে হেয় প্রতিপন্ন করতে। এই কাজে তিনি ব্যর্থ হয়েই ভারতের বিরুদ্ধে তিনি নানা উসকানিমূলক কথা হলে চলেছেন।
তিনি বলেন, এই ধরনের মন্তব্য জনগণের একাংশকে উসকে দেবে এবং দেশে বৈরাগ্য সৃষ্টি করবে। এর আগেও রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে কথা বলে সমালোচিত হয়েছিলেন ইমরান খান। চিন ছাড়া আর কোনও দেশকেই তিনি পাশে পাননি। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের বিরুদ্ধে তোপ দেগে ফের সমালোচনার মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ সভায় যখন ভারতের প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিশ্বশান্তির বাণী দিয়েছেন, ঘুরিয়ে ইমরানকে যুদ্ধে এড়িয়ে শান্তির পথে আসার প্রস্তাব দিয়েছেন, তখন ভারতকে আক্রমণ করতে গিয়ে খেই হারিয়ে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতিসংঘে তাঁর জন্য নির্ধারিত সময়ের থেকেও দ্বিগুন সময় নিয়ে নিলেন শুধু প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে।