For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা! জেনে নিন কেন

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হল রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্নব গোস্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে আলিবাগে অন্বয় নাইক নামে এক ইন্টিরিয়র ডিজাইনার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হল রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্নব গোস্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে আলিবাগে অন্বয় নাইক নামে এক ইন্টিরিয়র ডেকরেটর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর সুইসাইড নোটে অর্ণব ও আরও দুই ব্যক্তির নাম ছিল।

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা! জেনে নিন কেন

ওই ইন্টিরিয়র ডেকরেটরের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে রায়গর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ওই তিনজনের নামে। পুলিশ জানিয়েছে সুইসাইড নোটে অর্ণব গোস্বামী ছাড়াও আছে আইকাস্ট এক্স সংস্থার ফিরোজ শেখ ও স্মার্টওয়ার্স সংস্থার নীতেশ সারদা-র নাম। রায়গরের অ্যাডিশনাল এসপি সঞ্জয় পাতিল বলেন, 'তিনি (আত্মঘাতি ডেকরেটর) রিপাবলিক টিভির অফিসে ইন্টিরিয়র ডিজাইনের কিছু কাজ করেছিলেন। যার প্রাপ্য অর্থ তাকে দেওয়া হয়নি'।

তবে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে রিপাবলিক টিভি। শনিবার এক বিবৃতিতে তারা বলেছে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী মিথ্যা ও ক্ষতিকারক প্রচার চালাচ্ছে। নাইকের দুর্ভাগ্যজনক মৃত্যু নিয়ে রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য এবং ইঙ্গিত দিচ্ছে। চ্যানেল কর্তৃপক্ষ এও দাবি করেছে, নাইককে 'চুক্তিমতো তার প্রাপ্য সব অর্থ দেওয়া হয়েছে'।

কিন্তু নাইকের সুইসাইড লেটারে অন্য কথাই বলে আছে। পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করেছে। শীঘ্রই অভিযুক্তদের দফতরে হানা দিতে পারে তারা।

English summary
An abetment to suicide case is filed against three, including the editor-in-chief of Republic TV, Arnab Goswami, after an interior decorator named Anvay Naik committed suicide at an Alibaug bungalow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X