For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাকে মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ, ২০ জন পুরোহিতের বিরুদ্ধে SC-ST আইনে মামলা

মহিলাকে মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ, ২০ জন পুরোহিতের বিরুদ্ধে SC-ST আইনে মামলা

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর কুড্ডালোর জেলার চিদাম্বরম নটরাজার মন্দিরের কুড়িজন পুরোহিতের বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন ১৯৮৯-এর অধীনে মামলা করা হয়েছে। একটি এসসি মহিলাকে মন্দির প্রাঙ্গনে প্রার্থনা করতে বাধা দেওয়ার অভিযোগে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, কুড্ডালোরের পুলিশ সুপার থিরু সি. শক্তি গণেশন নিশ্চিত করেছেন যে মহিলার তরফে করা অভিযোগের ভিত্তিতে একটি মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা এসসি/এসটি আইনের প্রাসঙ্গিক ধারায় পুরোহিতদের বিরুদ্ধে মামলা করেছি। এটি একটি ব্যক্তিগত মন্দির। এ সময় ভক্ত ও পুরোহিতদের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়। পুরোহিতরা বলেছেন যে মন্দির কমিটি কোভিডের এর কারণে মন্দিরে প্রবেশের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আমরা জেলা ম্যাজিস্ট্রেটকেও পুরো বিষয়টি জানিয়েছি।

মহিলাকে মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ, ২০ জন পুরোহিতের বিরুদ্ধে SC-ST আইনে মামলা

তামিলনাড়ুর এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলাকে কাঁদতে দেখা যাচ্ছে, যাঁকে চারপাশে কিছু মানুষ ঘিরে রয়েছে। কিছু পুরোহিতকেও এই ভিডিওটিতে দেখা গিয়েছে। দু'পক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটিও হতে দেখা গিয়েছে ভিডিওতে, অভিযোগকারী মহিলা, জয়শীলা, অভিযোগ করেছেন যে পুরোহিতরা তাঁকে 'কানাগাসাবাই মেদাই'-এ প্রবেশ করতে দেয়নি৷

অন্যদিকে মন্দির প্রশাসনের বক্তব্য, কোভিডের কারণেই তাঁদের নতুন প্রোটোকল হিসাবে শুধুমাত্র পুরোহিতদের নির্ধারিত প্রার্থনার স্থান হিসেবে ওই বিশেষ জায়গা সংরক্ষিত৷ বৈদ্যুতিন সংবাদমাধ্যমটির প্রকাশিত খবর, ভিডিওতে অভিযোগকারী মহিলাকে মন্দিরের ওই বিশেষ স্থানে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতে দেখা যায়। এরপরই একদল পুরোহিত তাঁকে চিৎকার করে থামানোর চেষ্টা করেন৷ স্থানীয় এক পুলিশ আধিকারিকের বক্তব্য, ওই মহিলা মঙ্গলবার একটি অভিযোগ দায়ের করেছেন যে পুরোহিতরা তাকে ভয় দেখিয়েছে এবং তাঁর বিরুদ্ধে মন্দির থেকে চুরির মিথ্যা অভিযোগ এনেছেন৷ যে মন্দির নিয়ে এত বিতর্ক সেই মন্দিরটি আগে তামিলনাড়ু সরকারের হিন্দু ধর্মীয় ও দাতব্য এনডাউমেন্ট বিভাগের অধীনে ছিল। বর্তমানে এই মন্দির পুরোহিতরাই প্রশাসন পরিচালনা করেন৷ তামিলনাড়ুর সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম সরকার পুরোহিতদের কাছে এই মন্দিড ফিরিয়ে দিয়েছিল।

English summary
allegations of obstructing a woman from entering the temple. A case has been registered against 20 priests under the SC-ST Act in Tamilnadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X