For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেলমেট পরে বাস চালাননি চালক! এবার মালিককে জরিমানায় বিতর্ক তুঙ্গে

হেটমেট পরে বাসচালকের ট্রাফিক আইন না মানার দায় এবার সরাসরি গিয়ে পড়ল মালিকের ওপর।

  • |
Google Oneindia Bengali News

হেটমেট পরে বাসচালকের ট্রাফিক আইন না মানার দায় এবার সরাসরি গিয়ে পড়ল মালিকের ওপর। নয়ডার এক পরিবহণ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমান করেছে গৌতম বুদ্ধ নগরের পুলিশ। চালক হেলমেট না পরায় ১১ সেপ্টেম্বর ওই জরিমানা ধার্য করা হয়েছে। বিতর্ক তুঙ্গে ওঠায় ভুল ঠিক করে নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।

হেলমেট পরে বাস চালাননি চালক! এবার মালিককে জরিমানায় বিতর্ক তুঙ্গে

নয়ডার ১২ নম্বর সেক্টরের নিরঙ্কর সিং-এর ট্রান্সপোর্ট কম্পানি রয়েছে। যারা নয়ডা, গ্রেটার নয়দা এবং গাজিয়াবাদের বিভিন্ন স্কুল ও অফিসকে গাড়ি ভাড়া দিয়ে থাকে। দিল্লিতে চালানোর জন্য তাদের ৮০টিরও বেশি গাড়ির পারমিট রয়েছে বলে জানিয়েছেন নিরঙ্কর সিং। তিনি বলেছেন, একজন কর্মীকে শুধু রাখা রয়েছে, প্রতিদিন গাড়িগুলির ওপর যে জরিমানা ধার্য করা হয় তার হিসেব করার জন্য।

যে বাসের চালককে জরিমানা করা হয়েছে, সেই বাসটির পারমিট রয়েছে দিল্লির। বাসটিকে হেলমেট মা পরার জন্য জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপোর্ট কোম্পানির মালিক নিরঙ্কর সিং।

অনুপযুক্ত জরিমানার অভিযোগ এই প্রথমবার নয়। দু-মাস আগে তাদের একটি বাসকে একইদিনে তিনবার জরিমানা করা হয়েছে। রশিদে উল্লেখ রয়েছে, শুধু জরিমানার কথা। কোন অভিযোগে জরিমানা তা অবশ্য স্পষ্ট করা হয়নি বলেই জানিয়েছেন তিনি।

ট্রাফিক অফিসিয়ালরা অবশ্য জানিয়েছেন, বাস চালকের বিরুদ্ধে হেলমেট না পরার অভিযোগ করেছেন এক অ্যাসিস্ট্যান্ট রিজিওনাস ট্রান্সপোর্ট অফিসার। এসপি অনিল কুমার ঝা বলেছেন, ভুল ঠিক করে নেওয়া হবে। চালক সিট বেল্ট পা বাধায় বাস মালিকের বিরুদ্ধে এখনও চারটি মামলা বকেয়া রয়েছে বলে জানিয়েছেন তিনি।

English summary
A Bus owner is slapped with a fine of Rs 500 for not wearing helmet of his driver
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X