For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিআইপি গেটে সাধারণরা কেন? প্রকাশ্যে পুলিস অফিসারকে হুমকি সরকারি আমলার

মন্দিরের ভিভিআইপি প্রবেশ পথে কেন ঢুকে পড়ছে সাধারণ দর্শনার্থীরা? এই নিেয় প্রচণ্ড রেগে গিয়ে কর্তব্যরত পুলিস আধিকারিককে প্রকাশ্যেই হুমকি দিয়ে বসলেন তামিলনাড়ুর এক আমলা।

Google Oneindia Bengali News

মন্দিরের ভিভিআইপি প্রবেশ পথে কেন ঢুকে পড়ছে সাধারণ দর্শনার্থীরা? এই নিেয় প্রচণ্ড রেগে গিয়ে কর্তব্যরত পুলিস আধিকারিককে প্রকাশ্যেই হুমকি দিয়ে বসলেন তামিলনাড়ুর এক আমলা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার ভরদরাজ পেরুমল মন্দিরের। ভিভিআইপি প্রবেশপথ দিয়ে কেন সাধারণ দর্শনার্থীরা ঢুকে পড়ছেন এই নিয়ে কর্তব্যরত পুলিস আধিকারিককে রীতিমত ‌ভর্ৎসনা করেন ওই সরকারি আমলা।

ভিআইপি গেটে সাধারণরা কেন? প্রকাশ্যে পুলিস অফিসারকে হুমকি সরকারি আমলার

ভিডিওতে শোনা দিয়েছে তিনি কর্তব্যরত পুলিস আধিকারিককে বলছেন, '‌তুমি কী প্রতারণা করছ?‌ আমি তোমায় শেষ করে দেব। একাধিক সাধারণ দর্শনার্থী পাস না দেখিয়েই ঢুকে পড়ছে আর ভিআইপিরা এসে কি লাইনে দাঁড়িয়ে থাকবে। আইপিএস অফিসার আর মন্ত্রীদের আসার কথা। তুমি আজকে শেষ। তোমায় আজ সাসপেন্ড করা হবে।'‌

শুধু পুলিস অফিসারকে প্রকাশ্যে ভর্ৎসনা করেই থামেননি তিনি, রাজ্যপুলিসকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন তোমরা সব পুলিস অফিসারই অত্যন্ত উদ্ধত। ইন্সপেক্টর জেনারেলকে ডাক তোমাকে এক্ষুনি সাসপেন্ড করা হবে। সেই ভিডিওতেই দেখা গিয়েছে ওই কর্তব্যরত পুলিস আধিকারিক সমানে তাঁর কাছে ক্ষমা চেয়ে গিয়েছেন।

জানা গিয়েছে কর্তব্যরত পুলিস আধিকারিক তিরুভেল্লু জেলার‌। তাঁর নাম রমেশ। তিনি এক বৃদ্ধ-বৃদ্ধাকে ভিআইপি প্রবেশ পথ দিয়ে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন মাত্র‌। কারণ সাধারণ দর্শনার্থীদের ১২ ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়। আর ভিআইপি প্রবেশ পথ ফাঁকাই পড়ে থাকে। সেখানে ৩০ মিনিটের মধ্যেই দর্শন করার সু্যোগ পাওয়া যায়।

এই নিয়ে জেলা শাসকের কাছেও একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কয়েকদিন আগেই ৬ জনের মৃত্যু হয়েছে।

English summary
A‌ bureaucrat in Tamil Nadu abusing and threatening a police officer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X