For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধ্রপ্রদেশে নৌকাডুবি, খোঁজ মিলছে না ১০ জনের

অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় ৪০ জনেরও বেশি লোক নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছে। ১০ জন লোক এখনও নিখোঁজ।

Google Oneindia Bengali News

শনিবার বিকেলে অন্ধ্রপ্রদেশে একটি নৌকাডুবির ঘটনায় বহু মানুষের প্রাণনাশের আশঙ্কা করা হচ্ছে। পূর্ব গোদাবরী জেলায় গৌতমী নদীর বুকে ঘটে ওই দুর্ঘটনা। দেশা নৌকাটিতে প্রায় ৪০-এরও বেশি মানুষ ছিলেন বলে জানা গিয়েছে। তাদের উদ্ধারের কাজ চলছে। কিন্তু এখনও প্রায় ১০ জনের কোন খোঁজ পাওয়া যায়নি।

অন্ধ্রপ্রদেশে নৌকাডুবি, খোঁজ মিলছে না ১০ জনের

গৌতমী, গোদাবরী নদীরই একটি উপনদী। এমনিতে সারা বছর বেশি জল না থাকলেও বর্ষায় ভয়ঙ্কর হয়ে ওঠে এই নদী। সেখানেই শনিবার ঘুরতে যান একদল ছাত্র। মূলতঃ তাঁরাই ওই নৌকাটিতে ছিলেন। নদীর বুকে এখটি সেতু নির্মাণের কাজও চলছে। তার ভিতগুলির কাজ সম্পূর্ণ হয়েছে। একে নৌকায় অতিরিক্ত যাত্রী উঠেছিল, তার উপরে স্রোতের টানে নৌকাটি গিয়ে এরকমই এখটি ভিতে ধাক্কা মারে। এরপরই ভারসাম্য রাখতে না পেরে উল্টে যায় নৌকাটি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁরা পৌঁছনোর আগেই অবশ্য স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে। তাদের তৎপড়তাতেই বেঁচেছে অনেকগুলি প্রাণ। কিন্তু বাকি ১০ জনের খোঁজ এখনও মেলেনি।

জেলা প্রশাসন উদ্ধারের কাজ তদারকি করছে। উদ্ধারে গতি আনার জন্য নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর কাছ থেকেও।

English summary
A boat with more than 40 people in it has capsized in East Godavari of Andhra Pradesh. 10 people have been reported missing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X