For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের পতনের কারণ নিজের মুখেই জানালেন রাহুল গান্ধী

শতাব্দী প্রাচীন কংগ্রেস পার্টি সারা দেশে হীনবল হয়ে পড়েছে। আর এর কারণ জানালেন দলের সভাপতি রাহুল গান্ধী নিজেই।

  • |
Google Oneindia Bengali News

শতাব্দী প্রাচীন কংগ্রেস পার্টি সারা দেশে হীনবল হয়ে পড়েছে। আর এর কারণ জানালেন দলের সভাপতি রাহুল গান্ধী নিজেই। ঔদ্ধত্যই যে কংগ্রেসের পতনের কারণ তা স্বীকার করে নিয়েছেন রাহুল। জানিয়েছেন, দশ বছর ক্ষমতায় থাকার ফলে কংগ্রেসীদের মনে ঔদ্ধত্য ও দম্ভ বাসা বেঁধেছিল। যার ফলে ২০১৪ সালের নির্বাচনে দল লোকসভায় মাত্র ৪৪টি আসন পায়।

কংগ্রেসের পতনের কারণ নিজের মুখেই জানালেন রাহুল গান্ধী

তবে সেই অভিজ্ঞতা থেকে দল শিক্ষা নিয়ে এগিয়েছে বলে জানিয়েছেন রাহুল। লন্ডনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের আলোচনা সভায় এক প্রশ্নের উত্তরে একথা স্বীকার করেছেন রাহুল।

নিজেদের দোষ স্বীকার করে নিলেও বর্তমান এনডিএ সরকারকে বিঁধতে ছাড়েননি রাহুল। চিনের সঙ্গে তুলনা টেনে তিনি বলেছেন, প্রতিবেশী দেশ যেখানে প্রতিদিন ৫০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি করে চলেছে সেখানে ভারতে প্রতিদিন মাত্র ৪৫০ জনের নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে।

পাশাপাশি ক্ষমতা কুক্ষীগত করার বিরুদ্ধেও রাহুল সমালোচনা করেছেন। কেন্দ্রে মুষ্টিমেয় কয়েকজনের হাতে ক্ষমতা রয়েছে। রাহুলের মতে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে তবেই সাফল্য আসবে। ভারতের সেরা শাসকরা সেভাবেই সাফল্য পেয়েছেন। তবে গত চার বছরে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা কুক্ষীগত করে রেখেছে।

নিজের বক্তব্যের স্বপক্ষে রাহুল যুক্তি দিয়ে বলেছেন, ভারতে গত সাত দশকে যত সাফল্য এসেছে তা ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফলেই এসেছে। সবুজ বিপ্লব, টেলিকম বিপ্লব সব ক্ষেত্রেই এই নিয়ম খাটে। রাহুলের মতে, কৃষি আমাদের ভিত্তি। সেই গ্রামীণ ভারতই গত সাত দশকে গণতান্ত্রিক উপায়ে উন্নতির মধ্যে দিয়ে ধাপে ধাপে এগিয়েছে।

ঘটনা হল, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটকে সরিয়ে ক্ষমতায় আসে। মোট আসনের মধ্যে বিজেপি একাই ২৮২টি আসন দখল করে। কংগ্রেস নেমে আসে মাত্র ৪৪টিতে।

English summary
A 'bit of arrogance' had crept in the Congress party after 10 years in power, says Rahul Gandhi on 2014 polls loss
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X