তামিলনাড়ুর পর হরিয়ানা, ফের কুয়োর পড়ল পাঁচ বছরের শিশু, শুরু উদ্ধারকাজ
তামিলনাড়ুতে কুয়োয় পড়া শিশুটিকে উদ্ধার করতে কালঘাম ছুটে গিয়েছিল উদ্ধারকারী দলের। শেষ অবধি মর্মান্তিক পরিস্থিতিতে দীর্ঘক্ষণ চেষ্টা চালানো হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। প্রাণ হারায় সে। সেই খবরের রেশ কাটতে না কাটতে ৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল পাঁচ বছরের একটি শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার কারনাল জেলার হরিসিংপুরা গ্রামে।

পুলিশ ও উদ্ধারকারী দল মিলে শিশুটিকে উদ্ধারে নেমেছে। পুলিশ জানিয়েছে, নিজেদের জমিতে খেলার সময়ই সে কুয়োয় পড়ে গিয়েছে। পরিবারের লোকেরা কিছুক্ষণ পরে বুঝতে পারে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে নিখোঁজ। তখনই খোঁজ নিলে দেখা যায়, শিশুটি কুয়োয় পড়ে গিয়েছে।
Haryana: A 5-year-old girl fell into a 50-feet deep borewell, yesterday in Har Singh Pura village in Gharaunda of Karnal. Rescue operations underway. pic.twitter.com/KAUqnd1xPN
— ANI (@ANI) November 4, 2019
কুয়োয় অক্সিজেনের জোগান পর্যাপ্ত রেখে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকার্যে নেমেছেন।
এর আগে জুলাইয়ে পাঞ্জাবে ফরেবীর সিং নামে দুই বছরের একটি শিশু ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। চারদিন চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। গত মার্চে হরিয়ানারই হিসার জেলায় ১৮ মাসের শিশু কুয়োয় পড়ে গেলে দুই দিন পর তাকে উদ্ধার করা গিয়েছিল।