তামিলনাড়ুর সুজিতের মতোই কুয়োয় পড়ে মৃত্যু হরিয়ানার পাঁচ বছরের শিশুকন্যার
৮০ ঘণ্টা কুয়োর মধ্যে পড়ে আটকে থাকা তামিলনাড়ুর সুজিতকে বাঁচানো যায়নি। একই অবস্থা হল হরিয়ানার কারনালের পাঁচ বছর বয়সী শিশুকন্যার। ৫০ ফুট গভীর কুয়োয় পড়ে শেষ অবধি প্রাণ দিতে হল তাকে। ঘটনাটি ঘটেছে হরিসিংপুরা গ্রামে। জাতীয় বিপর্য মোকাবিলা দফতর খবর পেয়েই ঘটনাস্থলে আসে। জোরকদমে উদ্ধারকার্য চললেও শেষ অবধি শিশুকন্যাকে বাঁচানো যায়নি।

জানা গিয়েছিল, পুলিশ ও উদ্ধারকারী দল মিলে শিশুটিকে উদ্ধারে নামে। পুলিশ জানিয়েছে, নিজেদের জমিতে খেলার সময়ই সে কুয়োয় পড়ে গিয়েছিল। পরিবারের লোকেরা কিছুক্ষণ পরে বুঝতে পারে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে নিখোঁজ। তখনই খোঁজ নিলে দেখা যায়, শিশুটি কুয়োয় পড়ে গিয়েছে।
কুয়োয় অক্সিজেনের জোগান পর্যাপ্ত রেখে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকার্যে নামলেও শেষ অবধি সাফল্য আসেনি।
প্রসঙ্গত, এর আগে জুলাইয়ে পাঞ্জাবে ফরেবীর সিং নামে দুই বছরের একটি শিশু ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। চারদিন চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। গত মার্চে হরিয়ানারই হিসার জেলায় ১৮ মাসের শিশু কুয়োয় পড়ে গেলে দুই দিন পর তাকে উদ্ধার করা গিয়েছিল। এছাড়া ২০০৬ সালে কুরুক্ষেত্রে পাঁচ বছরের প্রিন্স কুয়োয় পড়ে গিয়েছিল। দুই দিনের প্রচেষ্টায় তাঁকে বাঁচানো সম্ভব হয়।