For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪২ ফুটের একটা ঢেউ এসে এক লহমায় ভেঙে দিল ‘রণ’তরী, সামুদ্রিক ঝঞ্ঝায় অভিলাষ

ভারত মহাসাগরে গোল্ডেন গ্লোব রেসে অংশ নিয়েছিলেন ভারতীয় নৌসেনা আধিকারিক অভিলাষ টমি। দেশের প্রতিনিধিত্ব করে দেশকে অনন্য সম্মান এনে দেওয়ার পর তিনি নিজেই সমুদ্রে বন্দি।

Google Oneindia Bengali News

ভারত মহাসাগরে গোল্ডেন গ্লোব রেসে অংশ নিয়েছিলেন ভারতীয় নৌসেনা আধিকারিক অভিলাষ টমি। দেশের প্রতিনিধিত্ব করে দেশকে অনন্য সম্মান এনে দেওয়ার পর তিনি নিজেই সমুদ্রে 'বন্দি'। ভারত মহাসাগরে প্রবল সমুদ্র ঝড়ে আটকে রয়েছেন তিনি। তবে ফুঁসে ওঠা সমুদ্রের বুকে একা লড়াই করে তিনি নিজেকে নিরাপদ রাখতে সমর্থ হয়েছেন এখনও।

ভারতের হয়ে এই রেসে অংশ নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর পর তিনি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছেন। তিনি জানিয়েছেন, একটি ১৪ মিটার উঁচু ঢেউ এসে এক লহমায় ভেঙে দিয়েছে তাঁর নৌকা। এই প্রতিকূল পরিস্থিতিতে কেমন আছেন তিনি- টুইট বার্তায় জানিয়েছেন নিজেই। উদ্ধারকারীরাও তৎপর হয়েছেন তাঁকে ফিরিয়ে আনার লড়াইয়ে।

গোল্ডেন গ্লোব রেসে ভারতের প্রতিনিধি

ভারতীয় নৌসেনা অভিলাষ টমির গোল্ডেন গ্লোব রেসে ভারতের প্রতিনিধিত্ব করছেন। তিনি ভারত মহাসাগরে তাঁর থুরিয়া ভেসেল ভাসিয়েছিলেন। এই রেস তিনি শুরু করেছিলেন ১ জুলাই। গোল্ডেন গ্লোবের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানিয়ে দেওয়া হয় ১৩ আগস্ট ১০ নম্বরে রয়েছে অভিলাষ।

মাঝ সমুদ্রেই স্বাধীনতা দিবস

ভারত মহাসাগরের বুকে তখন তরতরিয়ে এগিয়ে চলেছেন অভিলাষ। ১৫ আগস্টের প্রাক্কালে তিনি সমুদ্রের বুকেই উড়িয়েছিলেন ভারতীয় পতাকা। ভারতীয় হিসেবে গর্বিত অভিলাষ সেই ছবি টুইট করেন। লেখেন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ।

ঢেউ ও হাওয়ার সঙ্গে যুদ্ধ

কেরালার যুবক অভিলাষ। তিনিও জলের নেশায় ভেসে বেড়াচ্ছেন সমুদ্রে। পদে পদে বিপদ, প্রতিনিয়ত যুদ্ধ। যুদ্ধ ঢেউয়ের সঙ্গে, যুদ্ধ বাতাসের সঙ্গে। সেই যুদ্ধে নেমেছেন সেনা অফিসার। তাঁর সমুদ্র অভিযানের ৫০তম দিনে সমুদ্র প্রেমের অনুপ্রেরণা ব্যক্ত করেছেন। ৫০ তম দিন পরেও তিনি ১০ নম্বর স্থানে।

শুনুন অভিলাষকে

অভিলাষ টমি। সমুদ্র-প্রেমের নেশায় বুঁদ। তিনি সমুদ্র বক্ষ থেকে বার্তা দিলেন স্যাটেলাইটের মাধ্যমে। গোল্ডেন গ্লোব রেসের মাঝেই তাঁর বার্তা শুনুন। জানুন, অভিলাষের এগিয়ে চলার পথ। কোন পথে তিনি যুদ্ধ করে চলেছেন।

সমুদ্রবক্ষ থেকে দিলেন আরও বার্তা

প্রতি সপ্তাহেই গোল্ডেন গ্লোব হেড কোয়ার্টারের সঙ্গে স্যাটেলাইটে যোগযাগ হয়। তিনি বার্তা দেন। উভয়পক্ষের মধ্যে মত বিনিময় হয়। অবস্থানগত সমস্ত বিশদে জানান ভারতীয় রেস কমান্ডার অভিলাষ টমি।

স্বাগত অভিলাষ

অভিলাষকে ভারত মহাসাগরে স্বাগত। এবার আমরা এগিয়ে যাব। সমুদ্রের প্রকৃতি আমাদের অনুকূল। সামুদ্রিক হাওয়া বইতে শুরু করেছে আমাদের অনুকূলে। সমুদ্রের ধারাও দিচ্ছে এগিয়ে চলার বার্তা।

সমুদ্র বইছে অভিলাষের অনুকূলে

সমুদ্রের হাওয়ায় ভর করে এগিয়ে চলেছে অভিলাষের নৌকা। ৯ সেপ্টেম্বর তিনি অবস্থান করছেন চার নম্বর। আগের দিনই তিনি ছিলেন পাঁচে। কিন্তু সমুদ্রের হাওয়া এবং স্রোত বইচে অভিলাষের সমর্থনে। তাই তিনি নির্দিষ্ট লক্ষ্যে অন্যদের পিছনে ফেলে এগিয়ে চলেছেন।

চার নম্বর পজিশন ধরে রাখলেন অভিলাষ

অভিলাষ চার নম্বরেই অবস্থান করছেন। ১০ সেপ্টেম্বর তিনি তাঁর চলার গতি বজায় রেখেছেন। সমুদ্রের হাওয়া বইছে তাঁর অনুকূলেই। তিনিও এগিয়ে চলেছেন তরতরিয়ে।

অভিলাষের উপগ্রহ বার্তা

অভিলাষ টমি দিলেন নয়া বার্তা। এখন তিনি সমুদ্রের বুক চিরে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন। গোল্ডেন গ্লোব হেডকোয়ার্টার থেকে শোনা গেল তাঁর উপগ্রহ বার্তা।

সাফল্যের টুইট-বার্তা

অভিলাষ টুইট করলেন- চিয়ার আপ ইন্ডিয়া। ভারতের কাছে গর্বের, দেশের প্রতিনিধি হিসেবে গোল্ডেন গ্লোব রেসে তিন নম্বরে উঠে এসেছেন অভিলাষ। তখনও মনে স্বপ্ন আরও এগিয়ে যাওয়ার। সবাইকে পেরিয়ে, সবার আগে রেস শেষ করার।

ফের অভিলাষের কণ্ঠ

তিন নম্বরে উঠে এসেই তিনি বার্তা দিয়েছিলেন টুইটে। আনন্দের সেই খবরের পরদিন দিলেন স্যাটেলাইন মেসেজ। শোনা গেল তাঁর কণ্ঠ। তিনি দিলেন এগিয়ে চলার বার্তা। সমুদ্র জয় করার আওয়ার তাঁর কণ্ঠে।

হরিষে বিষাদ

একেই বলে হরিষে বিষাদ। একদিন আগেই দিয়েছিলেন সাফল্যের বার্তা। তার পরক্ষণেই নেমে আসে প্রাকৃতিক ঝঞ্ঝা। শুরু হয় সামুদ্রিক ঝড। সেই ঝঞ্ঝার মুখে পড়ে এক ১৪ মিটার ঢেউ ভেঙে দেয় অভিলাষের নৌকা। তারপরও থামেনি তাঁর লড়াই। তিনি প্রবল ঢেউ আর ঝড়ের সঙ্গে লড়ে অক্ষত। টুইট বার্তায় দেয় উদ্ধারের সংকেত।

উদ্ধারে রেঞ্জ এয়ারক্রাফ্ট

ভারতীয় রেস কমান্ডার সমুদ্র বক্ষে সংকটে। তাঁকে সংকট থেকে উদ্ধার করতে পাঠানো হল প্লেন। ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে পাঠানো হয়েছে লং রেঞ্জ মেরিটাইম রিকনসাসনেস এয়ারক্রাফ্ট পি৮আই।

English summary
A 42 feet tide breaks the vessel of Indian Navy Abhilash Tommy. He has stuck for Marine Storm in Indian Ocean. The global marine race commander is now safe, because he tweets now. So the rescue operation is coordinating,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X