করোনা সংকটের মাঝেই এবার বিহারে এনকেফেলাইটিসে মৃত ৩ বছরের শিশু
করোনা সংকটের মাঝেই এবার বিহারে এনকেফেলাইটিশের থাবা। সূত্রের খবর, ররিবার সন্ধ্যায় এই রোগে বিহারের মুজাফফরপুর জেলার শ্রী কৃষ্ণ মেমোরিয়াল কলেজ ও হাসপাতালে মারা যায় এই খুদে।

এসকেএমসিএইচ এসকেএমসিএইচ রিবার মৃত্যু হয় শিশুটির
সাকড়া থানার সীমান্তবর্তী বাজি বুজিরাগ গ্রামের এই শিশুটির শরীরে এনকেফেলাইটিসের বেশ কিছু লক্ষণ দেখা দিলে গুরুতর অবস্থায় সেদিনই তাকে এসকেএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ এসকে শাহির জানান শিশুটি ক্রমশ দুর্বল হয়ে পড়লে গ্রামেরই এক চিকিত্সকের কাছে তার প্রাথমিক চিকিত্সা হয়। এরপর যখন তার অবস্থার আরও অবনতি ঘটে, তখন শনিবার শিশুটির বাবা তাকে এসকেএমসিএইচে নিয়ে। তারপর থেকে মৃত্যুর আগে পর্যন্ত সে ভেন্টিলেটরে ছিল বলেই জানা যাচ্ছে।

চিকিত্সাধীন আরও এক নাবালিকাও
সূত্রের খবর, ২০২০ সালে এখনও পর্যন্ত এটাই প্রথম দেশে এনকেফেলাইটিসে মৃত্যু বলে জানা যাচ্ছে। বর্তমানে বিহারের পূর্ব চম্পারান জেলা এক নাবালিকাও এই রোগে আক্রান্ত হয়ে এসকেএমসিএইচে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে। গত বছর মুজফফরপুরে এই রোগের প্রাদুর্ভাব বেশ ভয়াবহ আকার নেয় বলেও জানা যাচ্ছে।

২০১৯ সালে মৃত ২০০টিরও বেশি শিশু
সূত্রের খবর, ২০১৯ সালে মুজফফরপুরের এসকেএমসিএইচ এবং অন্যান্য হাসপাতালে ২০০টিরও বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্থানীয় ভাষায় এই চামকি জ্বর হিসাবেও বলা হয়। ১৯৯৬ সাল থেকে প্রায় প্রতিবছরই মুজফফরপুরে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্য বিভাগকে বেশ কিছু বিশেষ নির্দেশ দিয়েছেন বলেও জানা যাচ্ছে।