For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে মাও আতঙ্ককে বুড়ো আঙুল দেখালেন এই শতায়ু 'যুবতী'

তার মধ্যেই বেশ কিছু কেন্দ্রে সকাল থেকেই উৎসাহী ভোটারদের দেখা মিলল। তাঁদের মধ্যে একজন এমন ছিলেন যিনি শতায়ু।

  • |
Google Oneindia Bengali News

মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে বিধানসভা ভোট নিয়ে উত্তেজনা চরমে রয়েছে। বিশেষ করে প্রথম দফার ১৮টি কেন্দ্র নিয়ে। কারণ এর মধ্যে সংখ্যাধিক্য এলাকাই মাও অধ্যুষিত বলে পরিচিত। এদিন সকালে কোনও জায়গায় ৭টা থেকে তো কোথাও ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ছত্তিশগড়ে মাও আতঙ্ককে বুড়ো আঙুল দেখালেন এই শতায়ু যুবতী

তার মধ্যেই বেশ কিছু কেন্দ্রে সকাল থেকেই উৎসাহী ভোটারদের দেখা মিলল। তাঁদের মধ্যে একজন এমন ছিলেন যিনি শতায়ু। তবে ভোট দিতে সাতসকালে চলে এসেছেন তিনি। সদ্য শতবর্ষ পার করার পরও উৎসাহে বিন্দুমাত্র খামতি নেই।

আরও বেশি করে এই ঘটনা চোখে পড়েছে কারণ যে অঞ্চলে মাওবাদীদের রীতিমতো দাপাদাপি বলে আমজনতা আতঙ্কে থাকে, সেখানে সাতসকালে বেরিয়ে এসে এই বয়সে ভোট দেওয়া রীতিমতো বিস্ময়ের বলে অনেকে মনে করছেন। এদিন সকালে বাড়ির লোকের সঙ্গে তিনি এসেছিলেন। সুকমার দোর্নাপালে পোলিং স্টেশনে ভোটদান করেছেন।

প্রসঙ্গত, ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এদিন প্রথম দফায় ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৩টে পর্যন্ত।

English summary
A 100-year-old woman reaches a polling station in Dornapal to cast her vote in the first phase of Chhattisgarh Assembly Elections 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X