For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৯ শতাংশ পণ্যই আসছে কম মাত্রার 'জিএসটি স্ল্যাব' এর আওতায়, নিশ্চিন্ত করলেন প্রধানমন্ত্রী মোদী

জিএসটি করের সর্বোচ্চ ধাপে মাত্র ০.৫ থেকে ১ শতাংশ পণ্য থাকবে। বাকী ৯৯ শতাংশ পণ্যই নিচের তিনটি ধাপে থাকবে বলে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

জিএসটি করের সর্বোচ্চ ধাপে মাত্র ০.৫ থেকে ১ শতাংশ পণ্য থাকবে। বাকী ৯৯ শতাংশ পণ্যই নিচের তিনটি ধাপে থাকবে বলে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই রয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠক। তার আগে মোদী জানালেন, ২৮ শতাংশের ধাপে মাত্র হাতে গোনা কিছু পণ্য থাকবে। ১২০০-র বেশি পণ্যের মধ্যে নামমাত্র কিছু।

৯৯ শতাংশ পণ্যই আসছে কম মাত্রার জিএসটি স্ল্যাব এর আওতায়

যার বেশিরভাগই বিলাস পণ্য। যেমন বিলাসবহুল গাড়ি, বিমান, সিগারেটের মতো পণ্য সর্বোচ্চ ধাপে থাকবে। মোদী বলেছেন, আমরা এমন জায়গায় পৌঁছচ্ছি যেখানে ৯৯ শতাংশ পণ্যকেই ১৮ শতাংশ করের ধাপের মধ্যে রাখা সম্ভব হবে।

পাশাপাশি জিএসটি ব্যবস্থার আরও সরলীকরণের বিষয়েও জোর দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী মোদী আশ্বস্ত করেছেন।

এই মুহূর্তে কিছু পণ্যে জিএসটি নেওয়া হয় না। এছাড়া ৫, ১২ ও ১৮ শতাংশ করের ধাপ রয়েছে। এই মুহূর্তে বেশিরভাগ পণ্যই নিচের তিনটি ধাপে রয়েছে। সেটিকে কমিয়ে ১ শতাংশের নিচে আনার চেষ্টা চলছে।

৬৮ সেমির ওপরে কিছু টিভি সেট, কিছু ধরনের রবার চায়ার, ডিজিটাল ক্যামেরায় ২৮ শতাংশ কর ধার্য করা রয়েছে। সেগুলিকে কমিয়ে নিচের ধাপে আনা হবে বলে জানা গিয়েছে। তবে পান মশলা. নরম পানীয়, গাড়ি, রিভলভার, পিস্তল, ইয়ট, বিমানের মতো পণ্য সর্বোচ্চ ২৮ শতাংশ কর দিয়েই কিনতে হবে।

তবে এর ঝক্কিও রয়েছে। কয়েকটি পণ্য সর্বোচ্চ ধাপ থেকে কমিয়ে আনলে জিএসটি বাবদ আয় ৩৫০০ কোটি টাকা কমে যাবে। এছাড়া সিমেন্টকে ১৮ শতাংশে নামিয়ে আনলে বছরে ১৪ হাজার কোটি টাকা রাজস্ব কম আসবে।

প্রসঙ্গত, এই মুহূর্তে ৭ শতাংশ পণ্যে জিএসটি লাগু করা হয় না। ১৪ শতাংশে ৫ শতাংশ, ১৭ শতাংশে ১২ শতাংশ ও ৪৩ শতাংশ পণ্যে ১৮ শতাংশ কর আদায় করা হয়। বাকী ১৯ শতাংশ পণ্যে ২৮ শতাংশ কর আদায় করা হয়। এখন দেখার শেষ অবধি সরকার কোন কোন পণ্যের কর কমিয়ে আনে।

English summary
99 per cent items can soon be in 18 per cent GST slab or less says PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X