For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে রাস্তায় রাগের মাথায় খুনের ৯৫ ভাগই হয় দেশের এই বিজেপি শাসিত রাজ্যে

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, সারা দেশে প্রকাশ্য রাস্তায় রাগের মাথায় রেষারেষিতে যত খুন হয় তার ৯৫ শতাংশই হয় বিজেপি শাসিত উত্তরপ্রদেশে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে কয়েকমাস হল সরকার বদলে গিয়েছে। সমাজবাদী পার্টির বদলে এসেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বে নতুন বিজেপি সরকার। তবে ২০১৬ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, সারা দেশে প্রকাশ্য রাস্তায় রাগের মাথায় রেষারেষিতে যত খুন হয় তার ৯৫ শতাংশই হয় বিজেপি শাসিত উত্তরপ্রদেশে।

রাস্তায় রাগের মাথায় খুনের ৯৫ ভাগই হয় দেশের এই রাজ্যে

এই পরিসংখ্যান যোগী সরকারের আমলের নয়, অখিলেশ সিং যাদবের সরকারের আমলের উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশে ৪৮৮৯টি খুনের ঘটনা ঘটেছে ২০১৬ সালে। তার মধ্যে ৪৮৯টি রাস্তায় রেষারেষির জেরে খুনের ঘটনা।

সারা দেশের ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এমন খুনের ঘটনা মোট ৫১৩টি। ফলে ৯৫ শতাংশ এমন হত্যার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেই। এমনটাই বলছে এনসিআরবি রিপোর্ট।

সারা দেশে ২০১৬ সালে মোট ৩০হাজার ৪৫০টি খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যেও উত্তরপ্রদেশই সব ধরনের খুন মিলিয়ে এগিয়ে রয়েছে।

উত্তরপ্রদেশের পর রাস্তায় রেষারেষিতে খুনে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (১৩টি), তিন নম্বরে গুজরাত (৩টি), চারে মনিপুর (২টি), পাঁচে ছত্তিশগড় (২টি)। তারপরে রয়েছে কর্ণাটক (১টি), কেরল (১টি), মধ্যপ্রদেশ (১টি), দিল্লি (১টি)।

English summary
95 per cent of country’s road rage murders took place in Uttar Pradesh, reveals NCRB data
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X