For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯৩ বছর বয়সে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয় এক বৃদ্ধার

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২ নভেম্বর : যিনি এমন অসাধ্যসাধন করতে পারেন তাঁকে 'বৃদ্ধ'-দের দলে ফেলে দিয়ে সরিয়ে দেওয়া মোটেও ঠিক নয়। আর সেটা করেওনি মহারাষ্ট্রের পুনের খেদ তহেশিলের ধোরে ভাম্বুরওয়াড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটাররা।

'মাত্র' ৯৩ বছর বয়সে স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলেন গাঙ্গুবাঈ ভাম্বুরে। বিপক্ষে ছিল মস্ত হেভিওয়েট প্রার্থীরা। অথচ সেসব কোনও প্রভাবই ফেলতে পারল না ভোটে। কারণ প্রায় সমস্ত গ্রামবাসীরা গাঙ্গুবাঈকেই ভোট দিয়ে জয়ী করেছেন।

৯৩ বছর বয়সে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয় এক বৃদ্ধার

ভোটের ফলাফল বেরনোর পরে গ্রামে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে পদযাত্রা হয়েছে। গ্রামের মানুষ গাঙ্গুবাঈকেই ভোট দিয়েছেন। ফলে তিনি জেতায় বাড়তি আনন্দ ও উৎসাহ চোখে পড়েছে।

আর জেতার পর নিজে কী বলছেন গাঙ্গুবাঈ? আগে গ্রামে পানীয় জলের সমস্য়া দূর করতে হবে। ভাঙাচোরা রাস্তাও সারিয়ে তুলতে হবে দ্রুত। সাফ জানাচ্ছেন প্রবীণ এই বৃদ্ধা।

ভাম্বুরওয়াড়ি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ৯। তার মধ্য়েই একটি আসনে লড়ে জিতেছেন প্রবীণ গাঙ্গুবাঈ ভাম্বুরে। মহারাষ্ট্রে কেন, সারা ভারতে এত বেশি বয়সে কারও কোনও ভোটে জেতার নজির রয়েছে কিনা তা মনে করতে পারছেন না কেউ।

English summary
93-year-old woman wins gram panchayat poll in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X