For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে প্রতিদিন ধর্ষিত হন ৯২ জন নারী, বলল এনসিআরবি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ধর্ষণ
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: প্রতিদিন দেশে ধর্ষণের শিকার হন ৯২ জন মহিলা। রিপোর্ট প্রকাশ করে এ কথা জানাল এনসিআরবি (ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো)।

এনসিআরবি-র রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১২ সালের তুলনায় ধর্ষণের ঘটনা বেড়েছে ২০১৩ সালে। ২০১২-তে সারা দেশে ধর্ষিত হয়েছিলেন ২৪,৯২৩ জন। সেখানে ২০১৩ সালে ধর্ষিত হয়েছেন ৩৩,৭০৭ জন নারী। এর মধ্যে ১৫,৫৫৬ জনের বয়স ১৮-৩০ বছর। পাঁচ মাসের শিশুকন্যাও যেমন ধর্ষণের শিকার হয়েছে, তেমনই ৬০ বছরের মহিলারও ইজ্জত লুট করা হয়েছে।

রাজ্যগুলির মধ্যে ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মধ্যপ্রদেশে। ৪৩৩৫টি। এর পর আছে যথাক্রমে রাজস্থান, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ। এই রাজ্যগুলিতে ধর্ষিত হয়েছেন যথাক্রমে ৩২৮৫, ৩০৬৩ এবং ৩০৫০ জন। আর শুধু দেশের মহানগরগুলি ধরলে সবচেয়ে বেশি ধর্ষণ হয়েছে দিল্লিতে। ২০১৩ সালের এই সংখ্যা ১৬৩৬টি। ২০১২-তে এটা ছিল ৭০৬টি। মুম্বই রয়েছে দিল্লির পরেই। ২০১৩ সালে এখানে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯১ জন নারী।

এনসিআরবি আরও বলেছে, ৯৪ শতাংশ ক্ষেত্রেই ধর্ষণকারী ধর্ষিতার পূর্বপরিচিত। ৫৩৯টি ঘটনায় বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে। এর ফলে পরিবারেই মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছে এনসিআরবি।

English summary
92 women are raped everyday in India, claims NCRB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X