For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির পুরভোটে ৯২ জন কংগ্রেস নেতা এবং ৩৮ জন আপ নেতার জমানত জব্দ হয়েছে

সম্প্রতি শেষ হওয়া দিল্লি পুরভোটে যে শুধু তিনটি পুরসভাই বিজেপির কাছে হেরেছে আম আদমি পার্টি ও কংগ্রেস তা নয়, কংগ্রেসের ৯২ জন প্রার্থী ও আপের ৩৮ জন প্রার্থীর জামানত জব্দ হয়েছে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ এপ্রিল : সম্প্রতি শেষ হওয়া দিল্লি পুরভোটে যে শুধু তিনটি পুরসভাই বিজেপির কাছে হেরেছে আম আদমি পার্টি ও কংগ্রেস তা নয়, যে হারে কং ও আপ নেতাদের জামানত জব্দ হয়েছে তা নজিরবিহীন। কংগ্রেসেপ ৯২ জন প্রার্থী ও আপের ৩৮ জন প্রার্থীর জামানত জব্দ হয়েছে।

দিল্লির পুরভোটে প্রত্যেকটা ওয়ার্ডেই প্রার্থী দিয়েছিল কংগ্রেস ও আম আদমি পার্টি। তবে বিজেপির গেরুয়া ঝড়ের কাছে ভয়াবহ হার হয় দুই দলেরই। তিন পুরসভা মিনিয়ে ১৮১টি ওয়ার্ডে জয় পায় বিজেপি।

দিল্লির পুরভোটে ৯২ জন কংগ্রেস নেতা এবং ৩৮ জন আপ নেতার জমানত জব্দ হয়েছে

বিজেপির মাত্র ৫ প্রার্থীর জামানত জব্দ হয়েছে। ২০১২ সালে যেখানে বিজেপির ১৮জন প্রার্থী ও কংগ্রেসেপর ২৬ জন প্রার্থীর জামানত জব্দ হয়েছিল।

শুধু কংগ্রেস ও আম আদমি পার্টি নয় এবারের দিল্লি পুরভোটে বহু দলের একাধিক প্রার্থীর জামানত জব্দ হয়েছে। সংযুক্ত জনতা দলের ৯৪ জন প্রার্থীর প্রত্যেকে, শিব সেনার ৫৬ জন, রাষ্ট্রীয় লোকদলের ২১ জনের জামানত জব্দ হয়েছে। এছাড়াও নির্দল প্রার্থীদের ১১৬৩ জনের মধ্যে ১১৩৯ জনেরও জামানত জব্দ হয়েছে। বহুজন সমাজ পার্টির ১৯৪ জন প্রার্থী, এনসিপির ৪২ জন প্রার্থী, সমাজবাদী পার্টির ১৭ জন প্রার্থীর জমানত জব্দ হয়েছে।

মূলত মোট বৈধ ভোটের ৬ ভাগের এক ভাগ ভোট পেতে যদি অসফল হয় কোনও প্রার্থী, তাহলে তার জমানত জব্দ হয়।

English summary
92 Congress, 38 AAP candidates lost deposit in MCD elections 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X